নীল পদ্ম
নীল পদ্ম
- রহিম বাদশা
হিম শীতল এক
কুয়াশা ঝরা রাতে,
চপ্পল দুখানি
দুপায়ে দিয়ে,
বিড়ালের মতো
হেঁটে হেঁটে গেলাম দিঘির পাড়ে ।
চাঁদ টা যেন
তখনও,
ঘুম ভাঙা চোখে
জ্বলছে,
ঝিঁ ঝিঁ পোকা
গুলোর ডাকও শোনা যাচ্ছে না,
বোধহয় ঘুমিয়ে
পড়েছে ।
কে ? কে ?
ঝোপ থেকে
বোধহয় এক জোড়া গুঁইসাপই ঝাপ দিল ।
চাঁদের আলোয়
দিঘির পদ্ম গুলো,
যেন জ্বলজ্বল
করছে ।
সেই কবে থেকে,
পদ্ম গুলোকে
দেখে দেখে,
বড় করে আসছি ।
তোমায় দেব বলে
!
স্বাদ ছিল
একশো একটা পদ্ম,
তোমার চরণ
পানে এনে বলব,
তোমায়
ভালোবাসি, ভিষন ভালোবাসি !
কিন্তু আমার
দিঘিটা বড়ই কৃপণ,
গুণে গুণে সে
যেন তার বক্ষে,
কেবল মাত্র
দুটি পদ্মই ফুটিয়েছে ।
মাঝের শূণ্যটা
উধাও হলেও,
দুপাশের এক
দুটো ঠিক রয়ে গেছে,
যেন আমার
চোখের তাঁরা হয়ে ।
দিঘির জলটা এত
ঠান্ডা ভাবি নি,
গায়ে যেন
কাঁপন উঠিয়ে দিচ্ছে,
উহ্ ! পায়ে
যেন কি একটা কামড় দিল ।
হবে হয়তো কোন
পোকা ।
নীল পদ্ম দুটো
হাতে,
তোমায় খুব মনে
পড়ছে ।
মনটা ছটফট
করছে,
কখন তোমায় দেব
!
যাই পানিতে আর
থাকা যাবে না,
ঠান্ডা লেগে
গেলে তো আবার
নাসিকার অমৃত
ঝরা দেখে দৌড়ে পালাবে ।
সেকি ! বাতিটা
নিভলো কিভাবে ?
আবার তৈল ভরতে
হবে !
মাথাটা খুব
ঝিমঝিম করছে,
শরীরটা কেমন
যেন নিস্তেজ হয়ে পরছে ।
জানি, আমার
দেখা না পেয়ে
কালই তুমি
ছুটে আসবে ।
আমার সেই
প্রিয় জানলার এক কোণায়
তোমার জন্যে
রাখা নীল পদ্ম দুটো রয়েছে,
নিয়ে নিও ।
পদ্মের মাঝে
যে
বিষধর সাপও
লুকিয়ে থাকে
ভুলেই গেছিলাম
তা ।
কিন্তু দুঃখ
একটাই,
তোমার হাতে
পদ্ম দুটো দিয়ে বলতে পারলাম না,
ভালোবাসি
তোমায়,
ভিষন ভালোবাসি
।
January 18, 2016 at 11:42 PM
This is my favourite write.
ReplyDelete