Header Ads

চিঠি দিও


চিঠি দিও
-রহিম বাদশা

মনে পড়লেই মাঝে মাঝে
চিঠি দিও,
নীল খামে নাই বা পারো,
সাদা রঙের ঘোলাটে পাতায়,
শুকনো হাতের আলতো ছোঁয়ায়,
ভালোবেসে চিঠি দিও

বলার কিছু নাই বা থাকুক,
সাদা পাতার একটি কোণায়,
কেমন আছো ? নাই বা লিখো,
শুধু না হয় নাম টি লিখে,
খুব যতনে ক'ভাজ করে,
আমায় একটি চিঠি দিও

যদি পারো কিছু লিখো,
হাবিজাবি রেখা এঁকো,
রেখার মাঝেই বুজে নিব,
তোমার চিঠির সারমর্ম
তবুও আমায় ভেবে নিও,
ছোট্ট একখানি চিঠি দিও


কাঁপা কাঁপা হাতটি যখন,
সাদা পাতার উপর রাখো
হাতের চাপে এবড়ো থেবড়ো,
হয়ে যাওয়া ভাঁজটি রেখো

হাতের ঘামে পাতাটি না হয়,
একটু একটু ভিজিয়ে দিও,
আমি তো সেই গন্ধ শুষে,
বুকের মাঝে ঝাপটে ধরে,
তোমার আলিঙ্গনে সিক্ত হবো

চিঠি দিও, চিঠি দিও,
কষ্ট হলেও চিঠি দিও
যত্নে না হোক অবহেলায়,
করুণায় হলেও চিঠি দিও

October 26, 2015 at 1:55 PM

No comments

Theme images by borchee. Powered by Blogger.