শেষ যেদিন দেখা হয়েছিল
শেষ যেদিন দেখা হয়েছিল
---- রহিম বাদশা
প্রিয় চন্দ্রাবতী,
কেমন আছো ?
জানি ভালো নেই ।
কারণ, পৃথিবীটাই যে বড্ড অসুস্থ আজ ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
কতো সুন্দর ছিল এ দেশটা ।।
কতো সুন্দর ছিল আকাশ, বাতাস, প্রকৃতি,
বেশ আনন্দেই কেটেছিল আমাদের শেষটা ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
সেদিন ঝলমলে আকাশের পরেই ছিল বৃষ্টিতে ভেজার ভয় ।।
কিন্তু না, আমরা ভয় পাইনি,
পাশাপাশি থেকে আমরা সকল ভয়কে করেছি জয় ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
আর্মি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে আমরা সিঙারা খেয়েছিলাম ।।
উন্মাদ সুরের তালে এক সাথে সারাটা দিন মেতেছিলাম,
সন্ধ্যার নির্জন কুর্মিটোলার রাস্তায় হাতে হাত রেখে দুজন হেঁটেছিলাম ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
সেদিন সকালটাও ছিল বেশ সুন্দর ।।
ঝলমলে আকাশ, আবার হঠাৎ খন্ড খন্ড মেঘ,
আর বিকেলটাও হিমেল হাওয়া আর পাখির কলতানে ছিল মধুর ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
সেদিনও গাছ থেকে বসন্তের পাতা ঝরে পড়ছিল,
গাছে গাছে ছিল কোকিলের ডাক ।।
সেদিনও মিরপুরের রাস্তা ছিল বেশ কোলাহলপূর্ণ,
তেতুলিয়া বাসে আমি ঝুলে ঝুলে এসেছিলাম,
রাস্তায় ছিল শত শত মানুষ আর যানবাহনের ভিড় ।।
কিন্তু আজ..........
পৃথিবীটা যে বড্ড অসুস্থ হয়ে পরেছে ।।
আজ রাস্তায় নেই কোন যানবাহন,
নেই কোথাও কোন কোলাহল,
দেশের কোথাও নেই কোন জনসমাগম ।।
যেখানে তুমি আমি হেঁটে বেড়াতাম,
সেখানে আজ মানুষ মরে পরে থাকছে ।।
অলি-গলিতে আজ কোথাও কেও নেই,
মিরপুরের মতো রাস্তায় আজ কুকুর গুলো,
ঘুরে বেড়াচ্ছে একটা রুটির জন্য ।।
আজ মানুষে মানুষে এতো ভয়,
যার জন্য আল্লাহর ঘর বন্ধ হয়ে যাচ্ছে ।।
সন্তানের সামনে মৃত মায়ের লাশ পরে থাকছে,
অথচ! গোসল, জানাজা, দাফন কিছুই করতে পারছে না ।।
এ দেশটা যেমন অসুস্থ হয়ে গেছে,
তেমনি দেশের মানুষ গুলিও আজ,
বড্ড বেঈমান, আর নিষ্ঠুর হয়ে গেছে ।।
আজ সন্তান বাবার লাশকে ধরে না,
মা কে ফেলে আসে অন্ধকার জঙ্গলে বা রাস্তায়,
বাবা সন্তানের লাশ বয়ে বেড়ায় ,
এ যেন এক লাশের খেলা চারদিকে ।।
শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিল,
ফেরার পথে সন্ধ্যে হয়ে গিয়েছিল,
তোমায় শেষবার ভালো করে দেখা হয়নি ।।
জানি না, আবার কবে দেখা হয়,
কিংবা যদি আর নাই বা দেখা হয় ?
অনেক কিছু বলার ছিল, বলা হলো না ।।
শেষবারের মতো পাশাপাশি থেকে,
ঝগড়াও করা হলো না,
কে জানে , আর কখনো পারবো কি না ?
দুজনের দেখা স্বপ্ন গুলো হয়তো স্বপ্নই রয়ে যাবে,
আমরা কি পারবো আর এক বার কেউ কাউকে দেখতে ?
আর এক বার একে অন্যের হাতটি ধরতে ?
দেশটা যদি আবার সুস্থ হয়ে উঠে,
তোমায় সুন্দর কোথাও ঘুরতে নিয়ে যাবো, সারাটা দিন শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো ।।
এবার দেশটা সুস্থ হলে পুরো একটা দিন,
তোমার হাত ধরে কাটাবো,
তোমায় জড়িয়ে ধরে খুব করে কাঁদবো ।।
এবার দেশটা সুস্থ হলে
তোমায় গ্রামের মেলায় নিয়ে যাবো,
নাগরদোলায় চড়াবো, চুড়ি-হাওয়াই মিঠাই আরো অনেক কিছু কিনে দেব ।।
আর যদি সুস্থ না হয়,
তখন আমার বন্ধ হয়ে যাওয়া,
চোখের ভাষা বুঝে নিও,
ভেবে নিও এ চোখ বন্ধ হলো,
তোমারই ভালোবাসা নিয়ে ।।
17 April, 2020 at 05:00 PM
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments