Header Ads

রাক্ষুসে দানব


রাক্ষুসে দানব
                     ---- রহিম বাদশা

চারদিক ঘুমট.....
অন্ধকার যেন ঘনিয়ে আসে অতি দ্রুত ।।
রাক্ষুসে এক দানব গিলে খাচ্ছে প্রাণ
নগরী ক্রমশ হয়ে যাচ্ছে মৃত ।।

এ যেন এক ভয়ঙ্কর থাবা,
স্বজনেরেও পায়ের তলে রাখে পিষে ।।
হৃদয়ের মায়া কান্নাও না শুনে,
রাক্ষুসে, যেন বিদঘুটে স্বরে হাসে ।।

রাক্ষুসে তুই নিশ্চুপে এসে গৃহে,
চোখের সামনে মায়ের টুটি ধরে ।।
দেখলিনা ভাই-বোনের মায়া চোখের জল,
বাবারেও রাখলি কোমর পাঞ্জা করে ।।

সহসা এসে সব ছিনিয়ে নিলি,
যে নারী রয় গৃহে স্ত্রী বেশে ।।
মৃত্যু যেনেও আলিঙ্গন নেয় করে,
স্বামী, সে যে অনেক ভালোবেসে ।।

সুন্দর সাজানো এ ধরণীতে এসে,
সব করে দিলি লন্ড-ভন্ড ।।
পরিবার, স্বজন আর ভালোবাসাও,
তোর আঘাতে সব হলো খন্ড-খন্ড ।।

সারা পৃথিবী কেঁপে কেঁপে হায়,
মরছে যে এ অসুখে ।।
গরীব-দুঃখী খেতে না পেয়ে,
মরছে যে ধুকে ধুকে ।।

সবাই বলে করোনা তোকে,
আমি বলি, বিশাল দানব এক রাক্ষুসে ।।
তাজা প্রাণ গুলি লুটে নিয়ে গেলি,
অন্ধ মৃত নগরীর দেশে ।।

সকল সৃষ্টির মালিক তুমি,
লালন করো আগলে রেখে ।।
সব কিছু হয় তোমার ইশারায়,
রক্ষা করো এই মহামারী থেকে ।।

05 April, 2020 at 10:30 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.