Header Ads

আমি আকাশ হবো


আমি আকাশ হবো
----রহিম বাদশা

আকাশ আমার বেশ পছন্দ,
সাদার সাথে হালকা নীল মেশানো ।
তার সাথে পরতে পরতে কাশফুল রঙের,
অগোছালো সাদা মেঘের ভেসে বেড়ানো ।

আমি আকাশ হতে চেয়েছিলাম,
আকাশের মতো অসীমতাকে
ধারণ করতে চেয়েছিলাম ছোট্ট বুকে ।
চেয়েছিলাম চিল আর পায়রার মাঝে
অটুট বন্ধন তৈরি করতে ।

আমি আকাশ হবার স্বপ্ন দেখেছিলাম,
ভেবেছিলাম সমস্ত অশুভ বায়ূ গুলো
কালো মেঘের ভেতর আটকে দেব ।
তারপর আকাশ কাপিয়ে মেঘমালা তৈরি করব,
বর্ষণের সাথে সব কালো ঝরিয়ে ফেলব ।

আমি হব সাদা বকের মতো ধবধবে,
শিউলির পাপরির মতো পবিত্র ।
আমার আঙিনায় হবে সকলে নিমন্ত্রিত,
বুক জুড়ে করবে অবাধ বিচরণ,
আমি হব আকাশের মতো নিষ্কলঙ্ক ।

কিন্তু প্রকৃতি আমার কথা শোনেনি,
সে আমায় আকাশ না করে-
করেছে নদী......
যার লোভী টলটলে চোখে সারাক্ষণ,
কেবল ঐ সাদা-নীলের রঙে মেশানো
আকাশের প্রতিচ্ছবি ভেসে থাকে ।

আমি স্রোতের সাথে সাথে ভেসে বেড়াচ্ছি,
জোয়ার-ভাটা ক্রমাগতই সব উল্টেপাল্টে দিচ্ছে ।
আমি দিক বিভ্রান্ত হয়ে আছড়ে পরছি,
এবড়ো-থেবড়ো নতুন জেগে উঠা চরে ।

আমার নিঃশ্বাস আটকে যায়,
নদীর গভীর জলের মাটির পচা গন্ধে ।
আমার বুকের পরতে পরতে যেন,
উন্মাদের মতো ভেসে বেড়াচ্ছে বিষাক্ত
খড়কুটো আর কটাক্ষ গাছের মরা কাঠ ।

প্রকৃতি আমাকে ভাসিয়ে নিয়ে ফেলছে
অনিশ্চিয়তার গভীর সমুদ্রে ।
আমি নদী বা সমুদ্র নই, আমি আকাশ হবো,
হে প্রকৃতি, আমায় আকাশ করে দাও,
মিশিয়ে দাও ঐ নীল-সাদার সুপ্ত মেলায় ।


04 September 2020 at 02:30 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.