কথোপকথন - ৬
কথোপকথন - ৬
(মেঘলা পরী)
----রহিম বাদশা
বাসা থেকে বের হওনি এখনো ?
সে কী, আমি গতো আড়াই ঘন্টা ধরে
তিন রাস্তার মোড়ে তোমার জন্য দাঁড়িয়ে
আছি । তা কী মনে আছে ?
মনেই যদি আছে । তবে এতো দেড়ি
করছো কেনো । কতো দিন পর দেখা
কী ? টিপ পাচ্ছো না ?
তুমি কী টিপ পড়ো নাকি ? টিপ পড়তে
তো দেখিনি কখনো ? তবে আজ কেন ?
শাড়ি পড়েছো ? কী রঙের ? নীল নাকি
হলুদ ?
বলবে না ? আচ্ছা, জলদি আসো ।
আর কতক্ষণ লাগবে ?
এই যে হয়ে গেছে, হয়ে গেছে তো সেই
দেড় ঘন্টা ধরেই বলে আসছেন । এবার
আর একটু হলে তো আমার প্রাণ পাখি
উড়েই গেছিল । পাগলী কোথাকার !
আমি দেই বলেই ? আচ্ছা যাও ঠিক
আছে । তোমায় তো বেশ সুন্দর লাগছে ?
ও তাই দেড়ি হয়েছে । আচ্ছা, সবকিছু
ম্যাচিং করতে দেড়ি হয়েছে । আর একটু
হলে, তোমায় দেখার তেষ্টায় আমি মরেই যেতাম ।
আচ্ছা, আচ্ছা ও কথা আর বলবো না ।
মুখটা ছাড়ো, না হয় বলবো কীভাবে ?
তোমাকে কেমন লাগছে ।
আমি গল্প-উপন্যাসে পড়েছি পরী বা
অপ্সরীরা নাকি সাদা পোশাক পড়ে ।
তারপর নীল রঙের পোশাকে নীল পরী,
লাল রঙের পোষাকে লাল পরী হয় ।
কিন্তু মেঘের মতো ধূসর রঙের পোষাক
পড়া কোন পরীর কথা কোথাও পাই নি ।
তবে যেন মহাকাশ দেকে নেপচুন আমার
মাথায় এসে পরে । তোমার একটা নাম
কী নাম । তোমার নাম দিলাম 'মেঘলা পরী' ।
চাপা নয় গো 'মেঘলা পরী' চাপা নয় । আচ্ছা
কী বললে ? সাড়ে পাঁচ মাস ? জানতাম হিসেবে
কোথায় আবার যেদিকে দু'চোখ যায় । ভাগ্যিস
কেন আবার ? সাদা পাঞ্জাবী পড়েছিলাম বলেই
21 August 2020 at 03:40 AM
©Rahim Badshah™
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments