Header Ads

কথোপকথন - ৬

কথোপকথন - ৬
(মেঘলা পরী)
----রহিম বাদশা

বাসা থেকে বের হওনি এখনো ?
সে কী, আমি গতো আড়াই ঘন্টা ধরে
তিন রাস্তার মোড়ে তোমার জন্য দাঁড়িয়ে
আছি । তা কী মনে আছে ?

মনেই যদি আছে । তবে এতো দেড়ি
করছো কেনো । কতো দিন পর দেখা

হচ্ছে । জলদি আসো না ? আর তো তর 
সইছে না ।

কী ? টিপ পাচ্ছো না ?
তুমি কী টিপ পড়ো নাকি ? টিপ পড়তে
তো দেখিনি কখনো ? তবে আজ কেন ?

শাড়ি পড়েছো ? কী রঙের ? নীল নাকি
হলুদ ?

বলবে না ? আচ্ছা, জলদি আসো ।
আর কতক্ষণ লাগবে ?

এই যে হয়ে গেছে, হয়ে গেছে তো সেই
দেড় ঘন্টা ধরেই বলে আসছেন । এবার
দয়া করে আসেন । আপনার চাঁদ মুখ
খানা একটু দেখি ।

এভাবে কেউ চিৎকার দেয় নাকি ?
আর একটু হলে তো আমার প্রাণ পাখি
উড়েই গেছিল । পাগলী কোথাকার !
আমি দেই বলেই ? আচ্ছা যাও ঠিক 
আছে । তোমায় তো বেশ সুন্দর লাগছে ? 
কিন্তু এটা তো নীল শাড়ি বা হলুদ কোনটাই না ।


ও তাই দেড়ি হয়েছে । আচ্ছা, সবকিছু
ম্যাচিং করতে দেড়ি হয়েছে । আর একটু
হলে, তোমায় দেখার তেষ্টায় আমি মরেই যেতাম ।

আচ্ছা, আচ্ছা ও কথা আর বলবো না ।
মুখটা ছাড়ো, না হয় বলবো কীভাবে ?
তোমাকে কেমন লাগছে ।

আমি গল্প-উপন্যাসে পড়েছি পরী বা
অপ্সরীরা নাকি সাদা পোশাক পড়ে ।
তারপর নীল রঙের পোশাকে নীল পরী,
লাল রঙের পোষাকে লাল পরী হয় ।
কিন্তু মেঘের মতো ধূসর রঙের পোষাক
পড়া কোন পরীর কথা কোথাও পাই নি ।

তোমায় পরীর চেয়ে কোন অংশে কম সুন্দর
লাগছে না ! তার উপর কপালের কালো 
টিপ ! মনে হচ্ছে যেন, পৃথিবীর বুকে দিনের 
আলোয়কালো রঙের এক চাঁদের টুকরো !

কী বললে ? চাপা মারছি ?
চাপা নয় সত্যি বলছি । যদি চাপা মারি
তবে যেন মহাকাশ দেকে নেপচুন আমার
মাথায় এসে পরে । তোমার একটা নাম 
দিয়ে দেই দাঁড়াও ....

কী নাম । তোমার নাম দিলাম 'মেঘলা পরী' । 
যে কিনা মেঘের আবরণে আবৃত । চলো 
ভ্রমণে বের হই । আজ সারাদিন পরীভ্রমণ 
করবো ।

চাপা নয় গো 'মেঘলা পরী' চাপা নয় । আচ্ছা 
বলোতো, কতদিন পর আমাদের দেখা হলো ?

কী বললে ? সাড়ে পাঁচ মাস ? জানতাম হিসেবে 
তুমি বেশ কাঁচা, ভুল করবেই । পাক্কা ছয় মাস 
চারদিন । আমরা কতো কাছে থাকার পরেও 
প্রকৃতি কতো দূরে রেখেছে আমাদের । চলো 
আর দেরি না করে বেড়িয়ে পরি ।

কোথায় আবার যেদিকে দু'চোখ যায় । ভাগ্যিস 
আমি আজ সাদা পাঞ্জাবীটাই পড়েছিলাম ।

কেন আবার ? সাদা পাঞ্জাবী পড়েছিলাম বলেই 
তো আজ মেঘলা আকাশে সাদা বক হয়ে উড়ে 
বেড়াতে পারবো । আজ সারাদিন তোমার 
আকাশে উড়ে বেড়াবো । আকাশ জুড়ে শুধুই 
সাদা বকের রাজত্ব থাকবে । সৃর্য আজ একদম 
নিষিদ্ধ ।

21 August 2020 at 03:40 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.