হারানোর বার্তা
হারানোর বার্তা
----রহিম বাদশা
আমায় যতো গুলি পত্র দিয়েছিলে,
তার একটিও আমি খুলে দেখিনি,
দেখার প্রয়োজনও মনে করিনি ।
সব গুলোই বালিশের নিচে জমিয়ে রেখেছি ।
একসাথে গোটা বিশেক যখন জমবে,
তখনই সবগুলোকে জড়ো করে-
আগুনে জ্বেলে পুড়িয়ে ছারখার করে দেব ।
সেদিন তোমার হারানোর বার্তা নিয়ে
তোমার যে বাহক এসেছিল ।
খাতির করে তাকে এক কাপ চা দিয়েছিলাম,
আর তার পরই তাকে পুঁতে রেখে দিয়েছি
আমার বাড়ির পেছনের বাগানে ।
তোমার প্রথম হারানোর হুমকির পত্রখানা
আমি সেদিন তিন রাত্রি ধরে পড়েছিলাম ।
সে পত্র পড়ে যে পরিমাণ চোখের জল ঝরেছে,
তাতে অনায়াসে দু'জোড়া দিঘি হতে পারতো ।
চোখের নিচেও মোটা কালো দাগের,
আস্তর পরে গেছে, তাতো আর হতে দেব না ।
আমার বুকে আগুনের দাবানল জ্বেলে দিয়ে,
তুমি নিজেকে গুটিয়ে নিয়ে হারিয়ে যাবে ?
তা তো হবে না, হতে দেয়া যাবে না ।
সমস্ত দুনিয়া তন্নতন্ন করে হলেও,
তোমাকে খুঁজে এনে বুকের দাবানলে জাপটে ধরবো ।
প্রয়োজনে আবার বিশ্ব যুদ্ধ হবে,
সে যুদ্ধ হবে ভালোবাসার জন্য ।
সেখানে হয় তোমায় পাবো-নয়তো হারাবো,
আর সে হার হবে শুধুই মৃত্যু ।
এ যুদ্ধে প্রেমিকের পরাজয়ের
কোন সুযোগ থাকবে না ।
13 August 2020 at 03:15 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments