যদি সত্যি জানতে চাও
যদি সত্যি জানতে চাও
----রহিম বাদশা
তুমি জানতে চেয়েছিলে কী পছন্দ ?
পাহাড় নাকি সমুদ্র ?
আমি বলেছিলাম সমুদ্র ।
শুনিয়েছিলাম সমুদ্রের বিশালতা,
আর জোয়ারের কান্নার ভয়াবহ গর্জনের গল্প ।
আবার জানতে চাইলে কী পছন্দ ?
আকাশ নাকি মাটি ?
আমি বলেছিলাম আকাশের কথা ।
শুনিয়েছিলাম আকাশের অসীম উদারতা,
চাঁদ, তাঁরা, সূর্য আর পাখিদের
তার বুকে ঠাঁই দেয়ার গল্প ।
জানতে চাইলে কি ফুল পছন্দ ?
গোলাপ নাকি রজনীগন্ধা ?
আমি নির্দ্বিধায় বলে দিলাম গোলাপ ।
বললাম, একটু যদি কাঁটার আঘাত নাই বা পেলাম,
তবে আর ফুলের উপর অধিকার কীসের ?
তুমি জানতে চাইলে আমি কী চাই ?
প্রেম নাকি ভালোবাসা ?
আমি চাইলাম সম্পর্ক.....
যে সম্পর্কে থাকবে নির্ভেজাল প্রেম,
থাকবে আজীবন নিঃস্বার্থ ভালোবাসা ।
তুমি আবার জানতে চাইলে আমি কী চাই ?
তোমাকে নাকি সুন্দর জীবনকে ?
আমি একটু ভেবে নিলাম ।
তারপর বললাম সুন্দর জীবনকে ।
দীর্ঘশ্বাসের সাথে সাথে তোমার চোখ
কিছুটা ছোট হয়ে গেল ।
তারপর বললাম, আমার সুন্দর জীবনের
একমাত্র উপাদান তো কেবল তুমি ।
তুমি থাকলেই তো জীবনটা হবে সুন্দর,
যদি সত্যি জানতে চাও,
আমি তোমাকে চাই, তোমাকেই চাই ।
25 August 2020 at 03:33 AM
----রহিম বাদশা
তুমি জানতে চেয়েছিলে কী পছন্দ ?
পাহাড় নাকি সমুদ্র ?
আমি বলেছিলাম সমুদ্র ।
শুনিয়েছিলাম সমুদ্রের বিশালতা,
আর জোয়ারের কান্নার ভয়াবহ গর্জনের গল্প ।
আবার জানতে চাইলে কী পছন্দ ?
আকাশ নাকি মাটি ?
আমি বলেছিলাম আকাশের কথা ।
শুনিয়েছিলাম আকাশের অসীম উদারতা,
চাঁদ, তাঁরা, সূর্য আর পাখিদের
তার বুকে ঠাঁই দেয়ার গল্প ।
জানতে চাইলে কি ফুল পছন্দ ?
গোলাপ নাকি রজনীগন্ধা ?
আমি নির্দ্বিধায় বলে দিলাম গোলাপ ।
বললাম, একটু যদি কাঁটার আঘাত নাই বা পেলাম,
তবে আর ফুলের উপর অধিকার কীসের ?
তুমি জানতে চাইলে আমি কী চাই ?
প্রেম নাকি ভালোবাসা ?
আমি চাইলাম সম্পর্ক.....
যে সম্পর্কে থাকবে নির্ভেজাল প্রেম,
থাকবে আজীবন নিঃস্বার্থ ভালোবাসা ।
তুমি আবার জানতে চাইলে আমি কী চাই ?
তোমাকে নাকি সুন্দর জীবনকে ?
আমি একটু ভেবে নিলাম ।
তারপর বললাম সুন্দর জীবনকে ।
দীর্ঘশ্বাসের সাথে সাথে তোমার চোখ
কিছুটা ছোট হয়ে গেল ।
তারপর বললাম, আমার সুন্দর জীবনের
একমাত্র উপাদান তো কেবল তুমি ।
তুমি থাকলেই তো জীবনটা হবে সুন্দর,
যদি সত্যি জানতে চাও,
আমি তোমাকে চাই, তোমাকেই চাই ।
25 August 2020 at 03:33 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments