Header Ads

তবুও আমরা ভালো না


তবুও আমরা ভালো না
----রহিম বাদশা

তখন ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল,
চারদিকে পচাঁ লাশের গন্ধ,
মা-বোনদের দেহ খুবলে-খুবলে খাওয়ার
ঘা শুকোয় নি তখনোও ।
আর এ সকল নির্যাতনের কথা
তোমাদের কাছে বলেছিলাম বলে,
এ সকল চিত্র তোমাদের সামনে
এনেছিলাম বলে মরতে হয়েছিল আমাদের ।
আমাদের ১৩ জনকে রাতের আঁধারে,
মেরে ফেলেছিল ঐ হায়েনারা ।
তবুও আমরা ভালো না !!

২০০৭ এর সিডর,
২০০৯ এর আইলা,
কিংবা ২০১৩ এর মহাসেন নামের ঘূর্ণিঝড় ।
সারাদেশ যখন লন্ডভন্ড করে দিচ্ছে,
তখন তোমরা সুশীলরা দিব্যি ঘরেই বসে ছিলে ।
আমরা বসে ছিলাম কী ?
জীবন বাজী রেখে ঘূর্ণিঝড়ের কবলে থেকেও,
দুঃখী মানুষের দুঃখের খবর
পৌঁছে দিয়েছিলাম তোমাদের হাতের মুঠোয় ।
তবুও আমরা ভালো না !!

সারা বাংলা জুড়ে যখন দুর্নীতির প্রতিযোগিতা,
দেশের আনাচে কানাচে যখন,
দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিচরণ ।
তখন অনেক ঝুঁকি থাকা স্বত্বেও,
দেশের কল্যাণে দুদক নামের কাউকে
আমরাই তাদের খবরাখবর দিয়েছিলাম ।
তবুও আমরা ভালো না !!

২০১৭ এর অগাস্টে যখন দেশে বন্যা হয়,
তখন তোমরা সুশীলরা বৃষ্টির আমেজে
ঘরে চড়ুইভাতিতে মজে ছিলে ।
আর আমরা পরিবারের কথা ভাবিনি,
বুক সমান পানিতে নেমে বন্যা কবলিত
মানুষের ভয়াবহ দুর্দশার কথা জানিয়ে গেছি ।
তবুও আমরা ভালো না !!

২০১৩ এর এপ্রিলে,
যখন সাভারে রানা প্লাজা ধ্বসে গেল,
তোমরা তো বেশ ঘরে বসে লাশ গুনছিলে ।
কিন্তু আমরা শুনেছি লাশের আর্তনাদ,
একটু বাঁচার জন্য মানুষের তীব্র আকুতি ।
হ্যাঁ, আমাদের মানবতা নেই,
তাই আমরা ঘরে আরাম কেদারায়
বসে থাকতে পারিনি,
লাশের গন্ধের খবর ছড়িয়ে দিয়েছি সারা দেশে ।
তবুও আমরা ভালো না !!

২০১৯ এর ফেব্রুয়ারির রাত,
যখন পুরান ঢাকার চকবাজর আগুনে জ্বলছে,
তখন হয়তো তোমরা আরামে ঘুমোচ্ছো ।
আর আমরা তখন আপনজন ছেড়ে,
অগ্নিকাণ্ডের তাপে নিজেদের তপ্ত করেও,
পৌঁছে দিচ্ছিলাম তোমাদের কাছে
তোমাদের স্বজনদের অবস্থা, মানবতার খবর ।
তবুও আমরা ভালো না !!

হাসপাতাল, পাসপোর্ট অফিস সহ
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের,
আমলা-কামলাদের অনিয়ম তুলে ধরছি, শুধুই দেশ ও দশের কল্যাণের জন্য ।
সারাবিশ্বের খবর নিমেষেই এনে দিচ্ছি,
তোমাদের দাড় প্রান্তে দৃষ্টি সীমায় ।
নিপীড়িত লাঞ্ছিত মানুষের কথা
তোমাদের কাছে পৌঁছে দিয়ে
তোমাদের ঘুমন্ত মানবতাকে জাগ্রত করে তুলছি ।
তবুও আমরা ভালো না !!

যখন সারা বিশ্ব একসাথে করোনায় আক্রান্ত,
সন্তান বাবা-মার কাছে যায় না,
স্ত্রী-স্বামীর কাছে, ভাই-ভাইয়ের কাছে যায় না,
তখন আমরা নিজের ও নিজের পরিবারের
মায়া ত্যাগ করে শুধুই তোমাদের সেবার উদ্দেশ্যে,
হাসপাতাল, মর্গ, লকডাউন এলাকায় গিয়েছি,
এমনকি গোরস্থান-শশ্মানও বাদ দেই নি,
যেন তোমরা, দেশ ও জাতি সুস্থ থাকো ।
তবুও আমরা ভালো না ।

হ্যাঁ, আমরা সাংবাদিক, সংবাধকর্মী,
আমরা ভালো না ।।
আমরা যতো আগুনে দগ্ধ লাশ দেখছি,
আমরা যতো পানিতে গলিত লাশ দেখছি,
ওয়ারিশ থাকার পরেও আমরা যতো বেওয়ারিশ লাশ দেখছি,
আমরা যে পরিমাণ দুঃখ, দুর্দশা আর কান্না শুনছি,
প্রতিনিয়ত আমরা জীবন যুদ্ধের মুখোমুখি
লড়াই করে যাচ্ছি দেশ ও দশের জন্য ।

এতো কিছুর পরেও যদি আমরা ভালো না হই,
তবে স্বাগত জানাই তোমাদের আমাদের স্থানে,
আর আমরা না হয় সুশীল হয়েই থাকবো ।

Copyrights 🚫
©Rahim Badshah™
 27 July 2020 at 07:00 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.