আসমানের শূন্য বুক
আসমানের শূন্য বুক
----রহিম বাদশা
অনেক গোসসা করছশ আমার লগে ?
কী করমু 'ক ? আমি যে মানুষডাই অমন ।
কফালডা আমারে লইয়া কততো যে খেইল খেলে ।
তোর অভিযোগের খাতাত,
আমার লইয়া মেলা অভিযোগ জমছে তাই না ?
মেলা বড় লিস্টি....
সেই লিস্টিত কী আমার নামে ভালা কিছু নাই ?
আইচ্ছা ভালার কথা না হয় বেবাক বাদ দিলাম,
দোষের লাইগা না হয় শালিস বহাইয়া,
আমার বিচার করতি, তারপর সব মিটমাট ।
আইচ্ছা তুই কি খালি আমার
দোষ গুলানই দেখলি ?
তোরে যে কত্তো ভালোবাসি,
হেইডা একটু দেখলি না ?
আসমানডা যহন মেঘে ভইরা যায়,
পরে তো হেই মেঘ ঝইরা মাডিত পরে ।
আসমান জুইড়া আবার চাঁন উডে,
ফকফকা জৈছনা দিয়া,
বেবাক আসমানডা ভইরা ফেলায় ।
তয় তুই এত গোসসা করছ কেন ?
মেঘ গুলান ঝরাইয়া আসমানডার বুক জুইড়া,
তুই আবার থাকতে পারোছ না ?
চাঁন ছাড়া কী আসমানডার শোবা পায় ?
বিশাল আসমানডা তোরে ছাড়া যে,
এককেরে মরুভূমির লাহান ।
তুই আর গোসসা করিশ না,
চাঁন ছাড়া কী আসমান বাঁচে ?
মরা আসমানডার প্রাণই যে তুই,
তোরে ছাড়া লক্ষ-কোটি তাঁরা গুলানও
মরার লাহান আন্ধারে ভাইসসা আছে,
তুই আইলেই বেবাকে প্রাণ ফিররা পাইবো,
ফিররা আয় আসমানডার বুকে ।
16 August 2020 at 02:22 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments