Header Ads

তোমার প্রেম

তোমার প্রেম
----রহিম বাদশা

তুমি আসার আগে প্রেমের সংঙ্গা বুঝিনি,
বুঝিনি প্রেমের মানে ।
তুমি এসেই প্রেম শেখালে আমায়,
ভাসালে প্রেমের বানে ।

ভালোবাসা দিয়ে তুমি আমায়,
শেখালে প্রেমিক হতে ।
সকল জড়তা কাটিয়ে মন উজাড় করে,
শেখালে প্রেম করতে ।

তোমার প্রেম আমার রাতের ঘুমকে,
নিষ্ঠুর ভাবে কেড়ে নিল ।
প্রেমে মাতাল করে আমায়,
তোমার নেশায় ডুবিয়ে দিল ।

তোমার প্রেম পাহাড় চেরা ঝর্ণার মতো,
আমাকে হাসতে শেখালো ।
সমুদ্রে ডুবে যাওয়া সূর্যের কিরণ,
নতুন করে দেখালো ।

তোমার প্রেম আকাশচুম্বি করে,
দেখালো কোটি কোটি তাঁরার মেলা ।
আবার তোমার সেই প্রেম দিয়েই আমায়,
অঝোর ধারায় কাদঁতে শেখালা ।

তোমার প্রেম শিখিয়েছে-
ছায়ার মতো পিছু পিছু ঘোরা বেহায়াপনা ।
তোমার পাশে থেকে পাওয়া সুখ-অনুভূতি
আর স্বর্গীয় সুখের শত কল্পনা ।

তোমার প্রেম খুব যত্ন করে শেখালো,
বিরহের আগুনে জ্বলে পোড়া ।
তুমিহীন বিবর্ণ পৃথিবীতে,
একা একা বেঁচে থেকে মরা ।

তোমার প্রেম শেখালো বাঁচার জন্য,
কত রঙের স্বপ্ন দেখতে ।
সেই প্রেম ফেলে তুমি পারলে কী করে,
আমায় একা ফেলে চলে যেতে ?

25 August 2020 at 03:07 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.