Header Ads

মন খারাপের বিজ্ঞাপন


মন খারাপের বিজ্ঞাপন
----রহিম বাদশা

এ শহরে ভোর হয়, সূর্য ওঠে,
তবু ভোরের আলোর দেখা মেলে না ।
একটু সকাল হলেই রাস্তার পাশে
ময়লার স্তুপে কাক গুলোর ঝগড়া শোনা যায় ।

যান্ত্রিক এ শহরের চারিদিকে শুধুই,
মানুষের হৈচৈ আর কোলাহলই দেখা যায় ।
ব্যস্ত শহরের সকলেই বড্ড ব্যস্ত,
কারোরই মন খুলে নিঃশ্বাস নেবার সময় নেই ।

শহরের মানুষগুলোর মনের দেয়াল জুড়ে
সেটে আছে নানা কাজের সিডিউল ।
অফিস, সংসার, ছেলে-মেয়ের স্কুল,
স্ত্রী, তার পোষা বেড়াল, আরও কত কাজ ।
এত কিছুর ভিড়ে ব্যস্ত মানুষগুলো,
বেমালুম নিজেকে, নিজের মনকে ভুলে বসে ।

এ শহরের বুকে মানুষের স্বপ্ন ভাঙার যে ব্যথা,
সমুদ্রেও হয়তো অত জোয়ার-ভাটা আসে না ।
মানুষগুলো পশু-পাখি কিংবা তরুলতার কাছেও,
তাদের মন খারাপের কথা বলতে পারে না ।
তারাই বা কি করে শুনবে ?
তাদের কথা শোনারও যে কেউ নেই ।

ব্যস্ত এ নগরীর সকলেই যেন ব্যধিগ্রস্থ,
সকলেই মন খারাপের রোগে আক্রান্ত ।
সবার বুক জুড়ে যেন গাঢ় নীল দীর্ঘশ্বাস,
হাহাকারে যেন কেঁপে কেঁপে উঠে শহরের অলিগলি ।
এত মন খারাপের ভীড়ে, মন খারাপের এ শহরে,
কোথায় দিব আমি, মন খারাপের বিজ্ঞাপন ??

30 July 2020 at 02:25 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.