কথোপকথন - ৪
কথোপকথন - ৪
----রহিম বাদশা
- বাইরে বৃষ্টি হচ্ছে । চলো বৃষ্টিতে ভিজি ।
- জ্বর আসবে আমার ।
- আমি আছি তো । জ্বর পট্টি দিয়ে দিব ।
- তুমি কাছে আসলে এমনেই জ্বর বেড়ে যায় । বৃষ্টির জ্বর তখন আর কমবেই না ।
- ফাজিল কোথাকার ।
- সত্যিই বলছি ।
- তাহলে চলো বৃষ্টি দেখি ।
- নাহ্ ।
- কেন ?
- বৃষ্টি দেখলে ভেজতে ইচ্ছে করে ।
- তাহলে চলো ভিজি ।
- নাহ্ ।
- কেন ?
- জ্বর আসবে । এক কাজ করো...
- কী ?
- তুমি বরং খিচুড়ি রান্না করো । সাথে ডিম ভুনা ।
- পারবো না । রেঁধে খাও ।
- আমি তো রাঁধতে জানি নে ।
- তাহলে এক শর্তে রাঁধতে পারি ।
- কী ?
- আমার সাথে ভিজতে হবে ।
- আচ্ছা ঠিক আছে । চলো । কিন্তু ....
- আবার কিন্তু কী ?
- আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে ভিজবো ।
- তাহলে শুধু ডিম পাবে । খিচুড়ি পাবে না ।
- আচ্ছা, তোমরা নারীরা এমন কেন ?
- কেমন ?
- এই যে - রাজা নিবে, রাজ্যও নিবে, শাসনও করবে । আবার মতের অমিল হলেই নিমেষেই রাজ্য ধ্বংস করে ফেলবে ।
- আমরা এমনই । তুমি কী ভিজবে ? বৃষ্টি কিন্তু শেষে হলো হলো......
- চলো ভিজি...
02 August 2020 at 02:45 AM
----রহিম বাদশা
- বাইরে বৃষ্টি হচ্ছে । চলো বৃষ্টিতে ভিজি ।
- জ্বর আসবে আমার ।
- আমি আছি তো । জ্বর পট্টি দিয়ে দিব ।
- তুমি কাছে আসলে এমনেই জ্বর বেড়ে যায় । বৃষ্টির জ্বর তখন আর কমবেই না ।
- ফাজিল কোথাকার ।
- সত্যিই বলছি ।
- তাহলে চলো বৃষ্টি দেখি ।
- নাহ্ ।
- কেন ?
- বৃষ্টি দেখলে ভেজতে ইচ্ছে করে ।
- তাহলে চলো ভিজি ।
- নাহ্ ।
- কেন ?
- জ্বর আসবে । এক কাজ করো...
- কী ?
- তুমি বরং খিচুড়ি রান্না করো । সাথে ডিম ভুনা ।
- পারবো না । রেঁধে খাও ।
- আমি তো রাঁধতে জানি নে ।
- তাহলে এক শর্তে রাঁধতে পারি ।
- কী ?
- আমার সাথে ভিজতে হবে ।
- আচ্ছা ঠিক আছে । চলো । কিন্তু ....
- আবার কিন্তু কী ?
- আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে ভিজবো ।
- তাহলে শুধু ডিম পাবে । খিচুড়ি পাবে না ।
- আচ্ছা, তোমরা নারীরা এমন কেন ?
- কেমন ?
- এই যে - রাজা নিবে, রাজ্যও নিবে, শাসনও করবে । আবার মতের অমিল হলেই নিমেষেই রাজ্য ধ্বংস করে ফেলবে ।
- আমরা এমনই । তুমি কী ভিজবে ? বৃষ্টি কিন্তু শেষে হলো হলো......
- চলো ভিজি...
02 August 2020 at 02:45 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments