মুক্তির স্বাদ
মুক্তির স্বাদ
----রহিম বাদশা
তুমি মুক্ত হতে চেয়েছিলে,
চেয়েছিলে মুক্তির স্বাদ নিতে ।
সে মুক্তি কী মুক্ত পাখির মতো উড়তে,
নাকি শুধুই আমার মনের খাঁচা থেকে পালাতে ?
হয়তো কারণে নয়তো অকারণে,
যে কারণেই হোক -
মুক্ত হওয়ার আশা যে তোমার মনের দেয়ালে,
শেওলার মতো এটে বসেছিল,
তাই তো তুমি মুক্তি বেছে নিলে ।
সে সব বাদ দাও.....
এখন তো মুক্তি নিয়ে নিলে !
কেমন কাটছে মুক্ত সময় ?
এখন তো আর আমায় নিয়ে তোমার ভাবতে হয় না।
কিংবা আমার অপেক্ষায় সময়ও নষ্ট হয় না ।
আচ্ছা, আমায় কী একটু বলবে,
তোমার মুক্তির স্বাদ কেমন ?
খোলা আকাশ, চারিদিকে সবুজ গাছপালা,
গা হিম করা শিতল বাতাস,
ক্লান্তিহীন মন খুলে উড়ে বেড়ানো ।
আর দিন শেষে প্রশান্তির ঢেকুর তোলা,
বেহায়াটার থেকে শেষমেশ মুক্তি পাওয়া গেল ।
তুমি মুক্ত হয়ে চলে যাওয়ার পর,
আমাকেও মুক্ত করে দিয়েছিলে,
যদিও আমি সে মুক্তি চাইনি ।
সে যাই হোক.....
আমার মুক্তির স্বাদটা কিন্তু একটু ভিন্ন ।
মুক্ত হওয়ার পর অন্ধকার বেশ ভালো লাগে এখন,
মুখে কেমন যেন জড়তা চলে এসেছে,
কথা বলতেও খুব বিস্বাদ লাগে ।
চেনা মানুষ গুলোকে কেমন যেন অচেনা মনে হয় ।
এখন আর চাঁদ দেখতে ভালো লাগে না,
রাতের আকাশে চাঁদটা বড্ড বেমানান লাগে,
কালো আকাশটাই বেশ লাগে এখন ।
মুক্তির স্বাদ যেমনই হোক, উপকারিতা কিন্তু অনেক,
এই যেমন ধরো.....
এখন ক্ষুদা কম লাগে,
অক্সিজেনের প্রয়োজন হয় কম,
রাতে খুব একটা ঘুমও হয় না,
দৈনন্দিন সকল কিছুই এড়িয়ে চলা যায়,
চাকরি-বাকরির জন্য চিন্তা হয় না,
বিন্দাস এক জীবন,
যেন রেপিং পেপারে মোড়ানো পচা মাংস ।
আচ্ছা, মুক্তির স্বাদ নেয়াটা কী খুব দরকার ছিল ?
একজন মুক্ত হলেই কী অন্যজনও মুক্ত হতে পারে ?
তুমি মুক্ত, আমি মুক্ত.....
কিন্তু এ মুক্তি কী সুখী করেছে আমাদের ?
এ মুক্তি কী সব যন্ত্রণা শেষ করতে পেরেছে ?
আমরা কী এই মুক্তিই চেয়েছিলাম ?
05 August 2020 at 02:20 AM
©Rahim Badshah™
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments