Header Ads

আমি তোর প্রয়োজন ছিলাম, প্রিয়জন নই


আমি তোর প্রয়োজন ছিলাম, 
প্রিয়জন নই
----রহিম বাদশা

খুব জানতে ইচ্ছে করে,
আমার সাথে কী ছিল তোর ?
আমি কী শুধুই তোর পরিচিত ছিলাম ?
নাকি পরিচিতির সাথে কিছু প্রণয়ও ছিল ?

কখনো কী তোর মনে আমার জন্য,
ছিটেফোঁটা মায়া জন্মেছিল ?
নাকি কেবল হেংলার মতো
পেছন পেছন ঘুরি বলে,
আমার প্রতি করুণা করেছিলি ?

তোর জন্য কিন্তু আমার মনের,
সবটুকুন ভালোবাসাই নিংড়ে দিয়েছিলাম ।
শুধু শুকনো এ দেহটা ছাড়া,
আমার যে নিজের বলে আর
অবশিষ্ট কিছুই ছিল না ।

খুব জানতে ইচ্ছে করে,
আমি কী শুধুই তোর সময়
কাটানোর মানুষ ছিলাম ?
নাকি বাড়ির উঠোনে উচ্ছিষ্ট ফেলার,
সামান্য জায়গার মতো,
তোর মনের আঙিনাতেও
আমার একটু জায়গা ছিল ?

আমার মতো তুইও কী কখনো,
আমাকে তোর দেহের অংশ ভেবেছিলি ?
নাকি খাবারের খোঁজ করা,
নেড়ি কুকুরের মতো ঘুরে বেড়ানো,
শুধু তোর দেহরক্ষীই ভেবেছিলি ?

তুই কী জানিশ....
তোর অভাব যে দিন-রাত সারাক্ষণ,
আমাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ।
তেমনি আমার অভাবেও তুই কী পুড়িশ ?
হঠাৎ-হঠাৎ মনের অগোচরে আমার কথা কী ভাবায় তোকে ?
কিংবা রাতের শেষাংশে আমায় ভেবে কী একটু কাঁদিশ ?

তুই ছিলি আমার জীবনের সমস্ত আয়োজন,
অথৈ জলে ডুবে যাওয়া আমার একমাত্র অবলম্বন,
আমার নিঃস্ব হৃদয়ের শেষ প্রয়োজন ।
আমি কী তোর স্বপ্নের কারণ হতে পেরেছিলাম কখনো ?
কিংবা আমায় হারানোর ভয়ে তোর চোখে আসা জলের কারণ ?

কখনো কী তোর প্রিয়জন হতে পেরেছিলাম ?
নাহ্ পারি নি.....
তোর প্রিয়জন হয়ে ওঠা হয়নি আমার,
আমি ছিলাম শুধুই তোর প্রয়োজন,
প্রিয়জন হতে পারিনি কখনো ।

02 August 2020 at 03:00 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.