কথোপকথন - ৫
কথোপকথন - ৫
(ডাকিনী প্যালেস)
---রহিম বাদশা
- তুমি কিন্তু বেশ কঠিন মেয়ে ।
- কেন ? কী করলাম আবার আমি ?
- না কিছু না । তবে অনেক কিছুই করতে পারো ।
- যেমন....
- এই ধরো,
পৌষ মাসে চাইলেই বৃষ্টি নামাতে পারো ।
সাদা আকাশ নীলচে করে দিতে পারো ।
- তারপর ?
- অমাবস্যার রাতে জোছনা নামাতে পারো ।
মরা গাছে ফুল ফোটাতে পারো ।
আরো কতো কী !
- চাপাবাজ !
- সে আমায় যে নামেই ডাকো ।
তুমি কিন্তু বেশ নিষ্ঠুর ।
- কেন ? আবার কী করলাম আমি ?
- কেউ কাউকে কাঁদালে সে কী নিষ্ঠুর নয় ?
- আমি আবার তোমায় কখন কাঁদালাম ?
- চোখে সানগ্লাস পরে থাকায় দেখতে পাওনি ।
(ডাকিনী প্যালেস)
---রহিম বাদশা
- তুমি কিন্তু বেশ কঠিন মেয়ে ।
- কেন ? কী করলাম আবার আমি ?
- না কিছু না । তবে অনেক কিছুই করতে পারো ।
- যেমন....
- এই ধরো,
পৌষ মাসে চাইলেই বৃষ্টি নামাতে পারো ।
সাদা আকাশ নীলচে করে দিতে পারো ।
- তারপর ?
- অমাবস্যার রাতে জোছনা নামাতে পারো ।
মরা গাছে ফুল ফোটাতে পারো ।
আরো কতো কী !
- চাপাবাজ !
- সে আমায় যে নামেই ডাকো ।
তুমি কিন্তু বেশ নিষ্ঠুর ।
- কেন ? আবার কী করলাম আমি ?
- কেউ কাউকে কাঁদালে সে কী নিষ্ঠুর নয় ?
- আমি আবার তোমায় কখন কাঁদালাম ?
- চোখে সানগ্লাস পরে থাকায় দেখতে পাওনি ।
তাছাড়া ফোনে কথা বলার সময়ও তো চোখে
দেখতে পাও না ।
- মিথ্যাবাদী ।
- সে তুমি যাই বলো ।
এই যে সময়ে-অসময়ে আকাশে হুট করেই
- মিথ্যাবাদী ।
- সে তুমি যাই বলো ।
এই যে সময়ে-অসময়ে আকাশে হুট করেই
মেঘ জমে যাচ্ছে । ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে ।
তা কী এমনিই হচ্ছে মনে করছো ?
- তবে আর কী ?
- জ্বী না, মহারানী । আমায় কাঁদাও বলেই
- জ্বী না, মহারানী । আমায় কাঁদাও বলেই
এভাবে বৃষ্টি হচ্ছে ।
- তুমি সত্যিই চাপাবাজ ।
- সে তুমি যাই বলো ।
তবে তুমি কিন্তু সত্যিই একটা ডাকাত ।
ঠিক ডাকাত না, ডাকাত তো পুরুষ হয় ।
- তুমি সত্যিই চাপাবাজ ।
- সে তুমি যাই বলো ।
তবে তুমি কিন্তু সত্যিই একটা ডাকাত ।
ঠিক ডাকাত না, ডাকাত তো পুরুষ হয় ।
মহিলা ডাকতদের কী নামে ডাকে তা মনে
পরছে না । সে যাই হোক, তুমি হচ্ছো মহিলা
ডাকাত ।
- কী.... ? আমি আবার কী ডাকাতি করলাম ?
- আমার আর কী ডাকাতি করবে । আমি তো
- কী.... ? আমি আবার কী ডাকাতি করলাম ?
- আমার আর কী ডাকাতি করবে । আমি তো
এমনিতেই চাল-চুলোহীন ।
- আমি কী সে কথা বলেছি ?
- নাহ্ । সেটা আমিই বললাম । আমার তো
- আমি কী সে কথা বলেছি ?
- নাহ্ । সেটা আমিই বললাম । আমার তো
এমনিতেই কিছু নাই । তার উপর তুমি
আমাকেই ডাকাতি করে ফেললে । আমার
মনকে কয়েদ করে আটকে রাখলে তোমার মনে ।
- তারপর ?
- তারপর আর কী !
ডাকাতের মনে কী আর ভালো মানুষ আটকে
- তারপর আর কী !
ডাকাতের মনে কী আর ভালো মানুষ আটকে
থাকতে পারে ? আমিও ডাকাত হয়ে গেলাম ।
তোমার মনের দখল নিলাম । ভাবছি সেখানে
এবার একটা প্রাসাদ গড়বো । নাম হবে
"ডাকিনী প্যালেস"।
- হুম বুঝলাম । এখন আমি একটা কথা
- হুম বুঝলাম । এখন আমি একটা কথা
বলতে পারি ?
- আমার ঘাড়ে কয়টা মাথা, যে আমি বলতে
- আমার ঘাড়ে কয়টা মাথা, যে আমি বলতে
বারণ করি ?
- যাও বলবো না !
- আরে বলো, বলো । দুষ্টুমি করলাম ।
- আমি না । বরং, তুমি আসলেই একটা ডাকাত ।
21 August 2020 at 03:00 AM
- যাও বলবো না !
- আরে বলো, বলো । দুষ্টুমি করলাম ।
- আমি না । বরং, তুমি আসলেই একটা ডাকাত ।
21 August 2020 at 03:00 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments