Header Ads

অর্থ শূন্য পুরুষ


অর্থ শূন্য পুরুষ
----রহিম বাদশা

একজন অর্থ শূন্য পুরুষ,
কখনো কারো প্রিয় হতে পারে না ।
শৈশব থেকেই দরিদ্র ঘরের অর্থ শূন্য ছেলেরা,
থাকে সকলের কাছে অবহেলিত ।

দিন যায় বয়স বাড়ে,
আর তার সাথে বেড়ে ওঠে হীনমন্যতা ।
স্কুল, কোচিং, খেলার মাঠ সবখানেই
সে হয়ে যায় অবজ্ঞার পাত্র ।

দিনে দিনে যতোই সে পুরুষ হয়ে ওঠে,
ততোই যেন তার কাছের মানুষ কমতে থাকে ।
অর্থের স্রোতে সে মানুষগুলো দূরে ভেসে যায়,
শুধুই অর্থ শূন্যতা কারণে ।

একজন অর্থ শূন্য পুরুষ,
কখনোই কারো প্রিয় হতে পারে না ।
প্রিয় হতে পারে না তার পরিবারের কাছে,
প্রিয় হতে পারে না সে মানুষগুলোর
নানা আবদার আর চাহিদার বিপরীতে ।

একজন অর্থ শূন্য পুরুষ,
বন্ধুমহলেও মধ্যমণি হয়ে উঠতে পারে না ।
আর্থিক মন্দায় সেখানেও তাকে থাকতে হয়,
খুব গোপনে কোণঠাসা হয়ে ।

একজন অর্থ শূন্য পুরুষ,
কখনো কারো প্রিয় হতে পারে না ।
প্রিয় হতে পারে না তার প্রেমিকার কাছেও,
যেখানে অর্থের দাড়িপাল্লায়,
সম্পর্কের ওজন-দর করা হয় ।

যেখানে দামি উপহার, রেস্টুরেন্ট বিল,
দামি গাড়ি আর সরকারি চাকরির কাছে
হেরে যায় হৃদয়ের ভালোবাসা ।
হেরে যায় এককালের প্রিয়,
কোন এক অর্থ শূন্য পুরুষ ।

একজন অর্থ শূন্য পুরুষ,
কখনো কারো প্রিয় হতে পারে না ।
প্রিয় হতে পারে না সমাজের কাছে,
প্রিয় হতে পারে না তার নিয়তির কাছে,
প্রিয় হতে পারে না তার স্বপ্নের কাছে ।

31 July 2020 at 03:06 PM
Copyrights🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.