Header Ads

আজন্ম ভালোবাসা

আজন্ম ভালোবাসা
----রহিম বাদশা


তুমি জানতে চেয়েছিলে,
তোমায় কতটা ভালোবাসি ?
আমি তার পরিমাণ বলতে পারিনি ।
ভালোবাসা কী পরিমাপ করা যায় ?

তুমি শুনতে চেয়েছিলে আমার মুখে,
তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ।
আমি দু'এক বার বলেই থেমে গিয়েছিলাম,
আর তাই তুমি বুঝে নিলে,
আমি নাকি তোমায় ভালোই বাসি না ।

আমার মুখের কথায় তুমি যেন কেবল,
ভালোবাসার একটি গোলাপের সুভাষ নিতে চাইলে ।
অথচ বুকের মধ্যে তোমার জন্য যে,
গোলাপের বাগান করে রেখেছি,
তা তুমি বুঝতেই পারলে না ।

রাগ ভাঙাতে পারিনি বলে কথায় কথায়
ভালোবাসার খাতা থেকে প্রেমিক হিসেবে,
আমার নাম কেটে দিয়েছ বারংবার ।
কিন্তু তোমার অভিমানের ক্যানভাস জুড়ে,
আমার ভালোবাসার তুলিতে চোখের জল রঙে,
তোমার কত-শত ছবি এঁকেছি তার কোন ইয়াত্তাই নেই ।

বারবার চলে গেলেও তোমায় কী যেতে দিয়েছি কখনো ?
আমায় ডেকে সাড়া পাওনি,
এমন কী হয়েছে কখনো ?
কখনো তোমায় ছেড়ে চলে গিয়েছি ?
যাই নি কখনো, যেতেও দেই নি,
ভালো না বাসলে কী এভাবে চাওয়া যায় ?

আমার ভালোবাসা দেখাতে পারিনি বলে,
আমার ভালোবাসা বোঝাতে পারিনি বলে,
তোমায় হারানোর ভয়ে কষ্টের নোনা জলে,
তোমায় ভেজাই নি বলে ভেবো না,
আমার ভালোবাসা খুব হালকা বা সামান্য ।

যদি আমার ভালোবাসা দেখাতে পারতাম,
আমার সমস্ত হৃদয় তোমায় কী পরিমাণ চায় ।
তা যদি শোনাতে বা বোঝাতে পারতাম....
হয়তো তবুও তোমার আমাকে বোঝার ক্ষমতা হতো না ।

তোমাকে পাবার জন্য মনের আকূলতা,
তোমাকে আমরণ পাশে রাখার যে ব্যকূলতা,
ঈশ্বরের কাছে তোমাকে চাওয়ার যে কাকুতিমিনতি,
তা যদি তুমি বুঝতে পারতে,
তবে মৃত্যুর পরেও তুমি ঈশ্বরের কাছে
আরেকটা জন্ম চেয়ে নিতে,
শুধু আমায় ভালোবাসার জন্য ।

13 August 2020 at 02:15 AM
Copyright🚫
©Rahim Badshah™

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.