Header Ads

মুজিব শতবর্ষ কুইজ - ৩২ : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?

    বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৩২

(১লা জানুয়ারি ২০২১)

   শেয়ার করেও জিতুন   

মুজিব শতবর্ষ কুইজ - ৩২ :  ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?

‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা। ২০১২ সালের জুন মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় গ্রন্থটি অনূদিত হয়েছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?

-------------

○ শেখ হাসিনা
○ 
সজীব ওয়াজেদ জয়
○ 
সায়মা ওয়াজেদ পুতুল
○ 
শেখ রেহানা

  উত্তর  
● শেখ হাসিনা
  রেফারেন্স  
মুজিব শতবর্ষ কুইজ - ৩২ :  ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
   সাবমিট করুন   
আমি চেষ্টা করি সঠিক সময়ে প্রতিদিনের কুইজের উত্তর দেওয়ার । আপনি যদি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সঠিক উত্তর পেতে চান । তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং Follow By Email করে রাখবেন । নোটিফিকেশন এলার্ট Allow করে রাখবেন এবং আপনাদের কুইজ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

No comments

Theme images by borchee. Powered by Blogger.