Header Ads

মুজিব শতবর্ষ কুইজ - ৩০ : ওই সংগঠনটির নাম কী?

  বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৩০

(৩০শে ডিসেম্বর ২০২০)

   শেয়ার করেও জিতুন   

মুজিব শতবর্ষ কুইজ - ৩০ : এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম কী?

১৯৫৮ সালে সামরিক শাসন শুরু হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। চৌদ্দ মাস জেল খাটার পর মুক্তি পেলেও জেলগেটেই আবার গ্রেফতার করা হয়। ১৯৬০ সালের ৭ই ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করে মুক্তি লাভ করেন। পরে সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তুলতে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম কী?

-------------

○ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
○ পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ
○ স্বাধীনতা সংগ্রাম পরিষদ
○ 
স্বাধীন বাংলাদেশ পরিষদ

  উত্তর  
● স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
  রেফারেন্স  
মুজিব শতবর্ষ কুইজ - ৩০ : এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম কী

   সাবমিট করুন   
আমি চেষ্টা করি সঠিক সময়ে প্রতিদিনের কুইজের উত্তর দেওয়ার । আপনি যদি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সঠিক উত্তর পেতে চান । তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং Follow By Email করে রাখবেন । নোটিফিকেশন এলার্ট Allow করে রাখবেন এবং আপনাদের কুইজ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

No comments

Theme images by borchee. Powered by Blogger.