মনের মানুষ
মনের মানুষ
----রহিম বাদশা
শত আঘাত, ব্যাথা, বেদনার আড়ালে
আমরা একটু শান্তি খুঁজি ।
খুঁজি এমন একটা জায়গা,
যেখানে একটু সস্তি পাওয়া যায়,
পাওয়া যায় একরাশ ভালোবাসা ।
আমরা এমন একটা মানুষকে পাশে চাই,
যে কিনা - না বলা কথা গুলো বুঝে নিবে ।
বুঝে নিবে - মনের ভেতরের তোলপাড় করা,
জমে থাকা সীমাহীন নীল কষ্ট গুলো ।
আমরা এমন একটা মানুষ চাই,
যে কিনা - বিপদে সবার আগে সাহস দিয়ে,
বটগাছের মতো আগলে থাকবে ।
যে কিনা - কথায় কথায় যন্ত্রণা নয়.....
বরং সকল যন্ত্রণা মুছে দিবে,
ভুলিয়ে দিবে সব এক নিমেষে ।
আমরা তেমন মনের একটা মানুষ চাই,
যার মনে মধ্যে - নির্দ্বিধায় যুগ-যুগ ধরে বাঁচতে ইচ্ছে হয়,
সব ছেড়ে-ছুঁড়ে যার কাছে আশ্রয় নেয়া যায় ।
বার্থতা, হাহাকার আর ভাঙ্গা স্বপ্ন নিয়েও,
যার মনে লুকিয়ে থাকতে ইচ্ছে হয় অনন্তকাল ।
সুন্দর চামড়ার একটি চেহারা....
যা কেবল ক্ষণিকের জন্যে,
চোখে শান্তি দিতে পারে,
কিন্তু মনে শান্তি দিতে পারে না ।
আমরা দিন শেষে এমন একজনকে খুঁজি,
যার ঝুলিতে সারা দিনের কষ্টগুলো,
অনায়াসে ঢেলে দেয়া যায়,
যার স্পর্শে এক আকাশ গ্লানিও দূর হয়ে যায়,
যার চাহনিতে উতপ্ত মরুভূমিও ঝর্ণার মতো শীতল হয়ে যায় ।
ভালোবাসার জন্যে শরীর নয়,
দরকার একটা মনের....
যার কাছে - অবলীলায় সমস্ত অন্যায় স্বীকার করা যায় ।
প্রচন্ড যন্ত্রণায় যার কোলে মাথা রেখে,
শিশুর মতো নাক ফুলিয়ে কাঁদা যায় ।
সারা পৃথিবীতে হেরে যাওয়ার পরেও,
যার কাছে অবলীলায় ঠাঁই পাওয়া যায় ।
যার কাছে নিজের অযোগ্যতার জন্যে
কোনো লজ্জা পেতে হয় না ।
শূন্য পকেটেও মাথা উচুঁ করে,
হাসতে হাসতে যার কাছে যাওয়া যায়,
আমরা তেমন একটি মানুষ চাই ।
ভালোবাসা কোনো কিছু কেড়ে নেয়া নয়,
বরং ভালোবাসা এমন একটা জায়গা,
যেখানে অনেকটা শান্তি পাওয়া যায় ।
কত-শত বার থাকা সম্ভব নয় বলেও,
লক্ষ-কোটি বার ফিরে আসা যায় যার কাছে ।
ভালোবাসা একটা মায়া,
যেখান থেকে ফিরে আসা যায় না,
আমরা মুখে ছেড়ে যাবো ছেড়ে যাবো বললেও,
মনে মনে ঠিকই সেই মায়ায় আটকে থাকতে চাই ।
আমরা এমন একটা মানুষের
মায়ায় বাঁধা পড়তে চাই,
চাইলেও যেনো সে মায়া থেকে ছেড়ে আসা না যায় ।
সেই মানুষটা ছেড়ে আসতে না দেয়,
কঠিনভাবে ভালোবাসায় আগলে রাখে,
মায়ার বাঁধনে বেঁধে রাখে আমৃত্যু ।
21 July 2023 at 04:45 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
®Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments