Header Ads

এই শহরে....

 এই শহরে....

----রহিম বাদশা


বাংলা প্রেমের কবিতা/রোমান্টিক কবিতা/ভালোবাসার কবিতা/Bangla Love Poet/Romantic Poet/Bangla Poetry/Bangla Emotional-harano poth- এই শহরে

এই ইট পাথরের আজব শহরে
অনেক কিছুই দেখা যায় না,
অনেক কিছুই শোনা যায় না ।
সব কিছু এমন ভাবে আমাদের ঘিরে আছে,
যেনো আমরা কঠিন অপরাধে,
সাজা ভোগ করছি কোনো কারাগারে ।

প্রচণ্ড কষ্টে যখন আকাশ গর্জে উঠে,
কান্নার বৃষ্টিতে ভিজিয়ে দেয় ধরণী,
এই শহরে সেই বৃষ্টিও দেখা যায় না,
বৃষ্টির রিমঝিম শব্দ শোনা যায় না ।

অসহ্য যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে ভেঙে পড়া,
মানুষগুলোকে দেখার কেউ নেই এ শহরে ।
কেউ নেই তাদের আর্তনাদ শোনার,
রাতের আঁধারে দাঁতে-দাঁত চেপে
কান্না করা মানুষটার- 
কান্না দেখার মতোও কেউ নেই ।

এ শহরে সবাই একা,
রাস্তার পাশের অবহেলিত 
বেল গাছটা যেমন একা ।
তেমনি রাস্তায় ছুটে চলা অভাগা, 
কিংবা সুউচ্চ তলার সুশীল মানুষগুলিও,
বড্ড বেশি একা ।

রং-চটা এই বিলাসী রঙিন শহরে
বিলাসিতার কোনো অভাব নেই,
অভাব কেবল সুখী মানুষের,
অভাব আছে সেসব মানুষের,
যারা দিন শেষে-
একটু শান্তিতে ঘুমোতে পারে ।

এ শহরে নানা রঙের আলো আছে,
আছে ব্যস্ততা, আছে নিষ্ঠুরতা,
আছে মানুষ ঠকানোর অনেক কায়দা-কানুন ।
আছে কথায়-কথায় আঘাত করে মন
ভেঙে দেয়ার মত মানুষের অনেক গুণ ।

এ শহরে জীব, জীবন, জীবিকা সবই আছে, 
নেই শুধু তাতে প্রাণ ।
বেঁচে থাকার তাগিদে সবাই ছুটে বেড়াচ্ছ, 
কিন্তু আদৌ কি কেউ বেঁচে আছে ?
নাকি তা শুধুই বেঁচে থাকার অভিনয় !

15 March 2023 at 01:50 PM

Copyrights 🚫

©Rahim Badshah™


-- নোট :--

®Rahim Badshah™

এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 

অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 

"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন" 

No comments

Theme images by borchee. Powered by Blogger.