হারানো পথ
হারানো পথ
----রহিম বাদশা
খুব করে যে ডাকছে তোমায়,
করছ তাকে অবহেলা ।
হটাৎ যখন ডাকবে না আর,
তখন হবে খুব একেলা ।
রোদ দুপুরে, কাল বিকেলে,
হাত ধরে যে হাঁটার পথে ।
পথ চেনানো, মন রাঙানো,
সেই ছায়াটি থাকবে সাথে ?
কোথায় তোমার সৈন্য মন্ত,
কোথায় তোমার বাহাদুরি ।
হয়ে তুমি রাজা হারা ,
করছো দখল রাজারপুরী ।
রাজাবিহীন রাজ মুকুটে,
সার্থক তুমি খুব বেশি কি ?
থাকতে যদি রাজার পাশে,
হয়ে যেত খুব যে ক্ষতি ।
চন্দ্রলোকের ভুবন জুড়ে,
থাকবে যেথা তারার মেলায় ।
সব পেয়েও নিঃস্ব হবে,
হারিয়েছ যে আপন হেলায় ।
March 2023 at 12:20 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments