Header Ads

আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না

আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না

----রহিম বাদশা


বাংলা প্রেমের কবিতা/রোমান্টিক কবিতা/ভালোবাসার কবিতা/Bangla Love Poet/Romantic Poet/Bangla Poetry/Bangla Emotional-harano poth- আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না


আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না,

আমি চাই না,

কোনো নরম মোলায়েম বিছানা,

কিংবা এয়ার কন্ডিশনের হিম শীতল

সুসজ্জিত সুগন্দযুক্ত কোনো কক্ষ ।


আমি চাই না,

আমার মৃত্যুশয্যায়-

কেউ আমার পাশে থাকুক,

কেউ আমার হাত ধরে চোখের জলে

অকাতরে ব্যাথিত হোক ।


আমি চাই না,

পরিবার পরিজনের বুক ফাটা কান্না,

বিভৎস হয়ে যাওয়া কোন মুখের ছায়া

আমার নিথর দেহে পড়ুক,

আমি তা চাই না ।


কোনো জরাজীর্ণ ঝোপের পাশে,

নয়তো অচেনা পথের ধারে,

বিস্তৃত খোলা মাঠের এক কোণে,

আমার মৃত্যু হোক-

আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না ।


আমি চাই না,

প্রেমিকার ভালোবাসা-

মৃত্যুর আগে হাত ধরে তার প্রচন্ড আকুতি,

মায়া জড়ানো তাঁরার মতো চক্ষু যুগল থেকে

রক্তিম হয়ে অশ্রুজল উপঁচে পড়ুক আমার বুকে ।


আমি চাই.....

প্রচন্ড ক্রোধে, বিদ্রোহী কোনো মিছিলে,

কিংবা বিকট চিৎকারে উল্লাস করা,

হাজার লোকের বুট পড়া পা, 

মাড়িয়ে যাক আমার দেহ ,

আমায় বিলীন করুক ক্ষিপ্ত রাজপথে ।


আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না,

আমি চাই না-

কেউ আমায় বিদায় জানাক,

কেউ ছুটে আসুক দেখতে আমায়,

জড়িয়ে ফেলুক কোনো মিছে মায়ায়,

বা প্রচন্ড ভালোবাসায় আকড়ে ধরুক,

না, আমি সত্যিই চাই না ।


আমি মৃত্যু চাই হটাৎ সময়ে,

ধুমরে মুচড়ে যাওয়া গাড়ির সাথে,

কিংবা হোঁচট খেয়ে পিষে যাই

কংক্রিটের কোনো ল্যাম্পপোস্টের নিচে,

নয়তো কোনো জলস্রোতে হারাতে চাই এক নিমেষে ।


আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না,

আমি চাই-

ব্যস্ত কোনো বাজারের মাঝে,

ব্যস্ততায় মূখরিত যখন চারদিক,

তখন আকাশ ফেঁটে কোন বাজ পড়ে

ঝলসে দেক আমার শরীর ।


আমি চাই-

কাছের মানুষের প্রচন্ড ঘৃনা,

দীর্ঘ দিনের জমানো মনের তীব্র ক্ষোভ,

প্রিয়জনের বুকভরা দীর্ঘশ্বাস,

প্রেমিকার হৃদয়ের জমে থাকা অভিশাপে,

আমার করুণ এক মৃত্যু হোক ।


আমার নির্ঘুম রাত্রি যাপন,

দিনের আলোয় মুখোশ পড়ে ঘুরে বেড়ানো,

প্রিয়জনের কাছে অপরাধী থেকে,

আমি মুক্তি চাই মিথ্যে শহরের বন্দিদশা থেকে,

তবে আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না ।


আমি যেনো সবার অগোচরে,

খুব হটাৎ করে বেঘোরে মরে যাই,

অচেনা কোথাও, অচেনা মানুষের ভিড়ে,

সবাইকে অবাক করে দিয়ে,

আমার অন্ধকার শেষ ঠিকানায় চলে যাই,

কিন্ত আমি কোনো স্বাভাবিক মৃত্যু চাই না ।


11 March 2023 at 12:45 AM

Copyrights 🚫

©Rahim Badshah™


-- নোট :--

®Rahim Badshah™

এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 

অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 

"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন" 

No comments

Theme images by borchee. Powered by Blogger.