Header Ads

সহযাত্রী

 সহযাত্রী

----রহিম বাদশা

বাংলা প্রেমের কবিতা/রোমান্টিক কবিতা/ভালোবাসার কবিতা/Bangla Love Poet/Romantic Poet/Bangla Poetry/Bangla Emotional-sohojatri-সহযাত্রী

আমরা মনের লুকোনো যত রকমের

দুঃখের কথা বলার জন্যে -

আমাদের যে কাছের মানুষটিকে বেছে নেই,

ভাগ্যবশত সেই কাছের মানুষটিই

আমাদের বেশি দুঃখ দিয়ে থাকে ।


আমরা দিন রাত্রি একাকার করে -

ভাগ্য আর জীবনের সাথে,

অসামান্য যুদ্ধ করেও জিতে যাই ।

কিন্তু কেবল হেরে যাই তাদের কাছেই,

যাদের জন্যে সবটা দিয়ে লড়াই করি ।


আমরা প্রচণ্ড ঝড়ের তাণ্ডবেও

নুইয়ে পড়ি না, ভেঙে পড়ি না ।

কিন্তু কাছের মানুষটির দেয়া আঘাতে -

আমাদের শক্ত দেহটাও অসাড় হয়ে যায়,

সব ঘোলাটে ধূসর হয়ে নিথর হয়ে যায় ।


কাছের মানুষটির হাসির জন্যে যখন

পাগলের মত হন্নি হয়ে -

এদিক সেদিক সুখ খুঁজে বেড়াই ।

বিপরীতে আমরাই তার চাওয়া পাওয়ার কাছে,

অগোচরেই মূল্যহীন হয়ে যাই ।


হাজার মুখের মধ্যে থেকে -

আমরা যেই মুখের সন্ধান করি,

নন্তকালের সপ্ন তার সাথে থাকা ।

সেই কাছের মানুষটির সাথেই,

আমরা সবচেয়ে বড় একা ।


তবুও আমরা আমাদের সেই -

ভয়ানক দীর্ঘ যাত্রার,

সবচেয়ে আপন সহযাত্রী তাকেই চাই ।

যার কাছ থেকে দুঃখ-কষ্ট-যন্ত্রণা,

আর ভালোবাসাটাও সবচেয়ে বেশি পাই ।

03 March 2023 at 02:12 AM

Copyrights 🚫
©Rahim Badshah™

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.