Header Ads

জোছনা প্রেমী

জোছনা প্রেমী

----রহিম বাদশা

বাংলা প্রেমের কবিতা/রোমান্টিক কবিতা/ভালোবাসার কবিতা/Bangla Love Poet/Romantic Poet/Bangla Poetry/Bangla Emotional-harano poth- জোছনা প্রেমী

আমি এক জোছনা প্রেমী,

আমি একটু জোছনার আলো 

গায়ে মাখার জন্যে কত শত মাইল 

পথ পারি দিয়ে

কত কত বার চন্দ্রালোকের দুয়ারে গিয়েছি,

তার কোনো ইয়াত্তা নেই ।


আমি চাঁদের বুড়ি কে বলেছি,

তোমার কিশোরী কন্যা চন্দ্রার,

একটু জোছনার আভা আমায় দাও,

জীর্ণ শীর্ণ কদাকার আমি,

হয়ে উঠি একটু প্রস্ফুটিত ।

সে আভা আমি গায়ে মেখে 

কাটিয়ে দিবো এক কোটি বছর ।


শেষমেশ চন্দ্রার সাথে দেখা হলো

এক রত্তি জোছনার আভা জুটলো ।

আমি জীবনের সমস্ত তৃপ্ততা আর

পূর্ণতা নিয়ে সে আভা গায়ে মাখলাম ।

যেনো আমি পূর্ণতা পেলাম,

জীবনের অমৃত সাধ পেলাম,

মৃতপ্রায় আমি ফিরে পেলাম চির যৌবনা ।


কিন্তু আমি ভুল ভেবে ছিলাম,

যে আভা কে আমি জীবনের প্রাণ ভেবেছিলাম,

তা যে ছিল কেবলই মরীচিকা ।

আমি আবার ফিরে যাই একটু জোছনার জন্যে,

লুটিয়ে পড়ি চন্দ্রার কোমল পায়ে ।


আমি গভীর মিনতি করে,

দু-হস্ত করজোড়ে একটু জোছনার আবেদন করি ।

শীতল চক্ষু জোড়ায় যখন 

অশ্রু টলটল করছে আমার,

তখন তার কিঞ্চিৎ দয়ায় 

আমায় একটু আকড়ে ধরলো সে ।


আমি আবার বেচেঁ উঠলাম,

নতুন স্বপ্ন, জোছনা নিয়ে বাঁচার স্বপ্ন ।

কিন্তু না, তা কেবলই ধোঁকা ।

নিমিষেই অমাবশ্যার নাম করে

ক্ষণে ক্ষণে সে লুকিয়ে পড়েছে

মেঘের অন্তরালে, হারিয়ে গিয়েছে ।


আমি পাগলের মতো মেঘের পিছু পিছু ছুটেছি,

বুকের মাঝে প্রচন্ড শূন্যতা নিয়ে,

আমি তাকে খুঁজে বেড়িয়েছি সপ্তালয়ে ।

কিন্তু সে মিথ্যে আশ্বাস দিয়ে

আমায় অন্ধকারে ফেলে হারিয়ে গেছে ।


আমি হাল ছাড়ি নি,

মাসের পর মাস, বছরের পর বছর

অপেক্ষা করেছি মেঘেদের ছুটির জন্য ।

হয়তো মেঘ কেটে গেলে সে আবার আসবে,

আমায় একটু জোছনার আভা দিয়ে

আবার বাঁচিয়ে তুলবে ।


অবশেষে তুমি অন্ধকার ঠেলে ফিরে আসলে,

হৃদয় মোহিত করা তোমার জোছনার আভায়,

আমায় আবার হাতছানি দিলে ।


যেই আমি নতুন করে তোমায় 

আকড়ে ধরে বাঁচার সপ্ন দেখছি,

ঠিক তখনই তুমি আবার হারিয়ে গেলে ।

আমি নির্লজ্জ বেহায়ার মতো

যতো বার তোমার পিছু করেছি,

ততো বার তুমি আমায় ছেড়ে চলে গেছো,

হারিয়ে গেছো অমাবস্যায় ।


শুনেছি অপেক্ষার ফল সুমিষ্ট,

আমি মহাকাল অপেক্ষায় থাকবো ।

তোমার দেখা পাওয়ার জন্যে,

তোমার সুদীপ্ত আভায় কিংবা

বহুকাল পর, যৌবন হারানো তোমার কলংকযুক্ত মলিন চন্দ্র বদনের ।

মহাকাল পরেরও আমি তোমার

এক রত্তি মলিন জোছনার আভায়

স্নান করে হবে তৃপ্ত, হব ধন্য,

আমি যে এক জোছনা প্রেমী ।


11:22 PM, 10 December 2022


Copyrights 🚫

©Rahim Badshah™


-- নোট :--

®Rahim Badshah™


এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 

অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 

"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন" 

No comments

Theme images by borchee. Powered by Blogger.