অনেক গুলো বছর কেটে গেল
অনেক গুলো বছর কেটে গেল
----রহিম বাদশা
অনেক গুলো বছর কেটে গেলো
তোমার সাথে দেখা নেই ।
হয়তো তুমি ভাবছো বছর কোথায় ?
কেবল তো ক'টা দিন মাত্র ।
কিন্তু আমি বিহীন তোমার কাছে
দিন-রাত্রি মিলিয়ে এক দিন হলেও,
তুমিহীন আমার কাছে,
প্রতিটা মিনিট-
ঘন্টার চাইতেও দীর্ঘ ।
একই শহরের পিচঢালা পথেই,
আমরা দুজন হেঁটে বেড়াচ্ছি ।
অথচ মাঝে কত দূরত্ব,
কত মান-অভিমান কঠিন প্রাচীর হয়ে,
আটকে দিচ্ছে আমাদের ।
রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছ,
তখন তোমার গায়ে যে বাতাস লাগছে ।
তুমি হয়তো জানো না-
তা আমাকে ছুঁয়েই তোমার কাছে পৌঁছেছে,
অথচ কাছে থেকেও আমরা কত দূরে !
অনেক গুলো বছর কেটে গেলো,
তোমাকে দুচোখ ভরে দেখি না ।
অথচ তুমি হয়তো জানো না,
ক্লান্ত হয়ে যখন তুমি কোনো যাত্রী ছাউনির নিচে বসে,
তখন ঠিকই আমার চোখের কিরণ
তোমার গায়ে পরছে,
কিন্তু সেটা তোমার অনুভূতির বাইরে ।
তোমার আমার বাড়ি ফেরার
সেই রাস্তাটা একই আছে ।
সময়টাও ঠিক একই আছে,
কিন্তু গন্তব্যটা আলাদা হয়ে গেছে,
পাল্টে গেছে তোমার চাহনি ।
অনেক গুলো বছর কেটে গেল,
তোমার কথা শুনি না ।
কিন্তু কথা বলা কি আর বন্ধ থাকে,
অদৃশ্য তোমার সাথে কথা বলা দেখে
কত জনের থেকে যে শুনেছি,
' মাথায় সমস্যা আছে হয়তো, পাগল একটা '
তাতে কি আসে যায়, কথা বললেই তো শান্তি ।
তোমায় ছুঁয়ে দেখি না সেও প্রায়
অনেক গুলো বছর হলো ।
ডালপালা, পল্লবহীন বৃক্ষের মত
ঠায় দাড়িয়ে আছি, যদি ভুল করেও
একটু ছুঁয়ে দাও আমায় ।
সেও প্রায় বেশ অনেক বছর ধরে,
অস্তিত্বহীন হয়ে অপেক্ষায় আছি তোমার ।
বাঁচতে হয় বলেই বেঁচে আছি,
নয়তো একে কি বাঁচা বলে ?
যেদিন থেকে তুমি আমায় দেখেও দেখো না,
সেদিন থেকেই যেনো আমি মৃত,
প্রায় অনেক গুলো বছর ধরে আমি মৃত ।
15 March 2023 at 02:45 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
®Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments