Header Ads

প্লাটফর্ম



প্লাটফর্ম
                      -রহিম বাদশা

ট্রেনের হুইসেল বেজে উঠল,
হয়তো আর কিছু সময় পরই,
ছুটে পালাবে ট্রেন ।

সেই ঘন্টা খানেক ধরে,
প্লাটফর্মের ও প্রান্ত পর্যন্ত চেয়ে আছি,
কই, কাকতারুয়াটা তো আসলো না ।

যাক গে কাকতারুয়াটা যদি, 
খেই ধরে থাকে তবে আমিও ঢের পারব,
ঠিকই নিরুদ্দেশ হবো এবার ।

ট্রেনের গদিটাও বেশ সুবিধার না,
হুইসেল বাঁজার সাথে সাথে,
ট্রেনের চাকাও ঘুরছে,
কিন্তু কাকতারুয়া ?

ঐ তো, ঐ তো আমার কাকতারুয়া,
কিন্তু না বড্ড দেরী করে ফেলেছ,
দেখি এবার কিভাবে আটকাও,
কার সাথে করো এতো রাগ ?

চলে যাওয়া চলন্ত ট্রেনের পানে,
কাকতারুয়ার অপলক দৃষ্টি,
সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে,
অশ্রু বষর্ণে ভিজিয়ে দিচ্ছে প্লাটফর্ম ।

লুটিয়ে পরেছে ধূলোময় প্লাটফর্মে,
এখন আর হুইসেলের বিদঘুটে আওয়াজটা নেই,
সারা প্লাটফর্ম জুড়ে 
কাকতারুয়ার কান্নায় কম্পিত ।

এতক্ষণ দেখছিলাম 
কাকতারুয়াটার আমায় নিয়ে পাগলামি !
ভাগ্যিস পাশের দরজা দিয়ে নেমে, 
লুকিয়ে পরেছিলাম ।

এই কাকতারুয়া! এই !
এই তো আমি,
আমি কোথাও যাই নি, কোথাও যাবো না !
তোমায় ছেড়ে আমি কোথাও যেতে পারি ?

ইশ্ ! 
মায়া ভরা চোখের কাজলটা যে লেপ্টে গেছে,
বুকের ওপর এসো মুছে দিচ্ছি. . . . . . .
( চলমান )

April 9, 2016 at 12:23 PM


No comments

Theme images by borchee. Powered by Blogger.