বিধাতা
বিধাতা
---আর.বি.হৃদয়
বিধাতাকে বলেছি যে, তোমার কথা..
বিধাতা বলে দিল, এ সবই ব্যাথ্যা ।
মনেরই মাঝে রেখে, ছিলাম তোমায়..
ভুল বুঝে চলে গেলে, কাদিয়ে আমায় ।
চলে গেছ ভালোই হলো, একাই আছি..
তুমি বিহনে যে আমি, রইবো বাঁচি ।
শুধু বলবো ভালো, বাসি যে তোমায়..
যতো দূরে রবে তুমি, পাবে আমায় ।
তোমাকে চেয়েছি আমি, বিভোর হয়ে..
যতো আঘাত দিয়ে গেলে, নিলাম শয়ে ।
মনেরই উঠোনে তুমি, ছিলে ছায়ায়..
কতো কাছে ছিলে তুমি, জড়িয়ে মায়ায় ।
চলে গেছ ভালোই হলো, একাই আছি..
তুমি বিহনে যে আমি, রইবো বাঁচি ।
শুধু বলবো ভালো, বাসি যে তোমায়..
যতো দূরে রবে তুমি, পাবে আমায় ।
আসবেনা জানি ফিরে, এই হৃদয়ে..
রাত জেগে তোমায় আমি, দেখি স্বপনে ।
স্বপ্নের মন্দিরে বসে, ছিলে তুমি..
উপাসনা করে গেছি, একাকী আমি।
চলে গেছ ভালোই হলো, একাই আছি..
তুমি বিহনে যে আমি, রইবো বাঁচি ।
শুধু বলবো ভালো, বাসি যে তোমায়..
যতো দূরে রবে তুমি, পাবে আমায় ।
কতোটা চেয়েছি তোমায়, এই জীবনে..
পাবোনা জীবনে যদি, চাই মরনে ।
এ ধরায় তোমাকে, ভালোবেসে যাবো..
স্বর্গের বাগানে তোমার, আশায় রবো ।
চলে গেছ ভালোই হলো, একাই আছি..
তুমি বিহনে যে আমি, রইবো বাঁচি ।
শুধু বলবো ভালো, বাসি যে তোমায়..
যতো দূরে রবে তুমি, পাবে আমায় ।
March 22, 2014 at 8:27 AM
No comments