বিধাতা ২
বিধাতা ২
---- রহিম বাদশা
বিধাতা কোথায় ?
মানব বুকে ?
না উর্ধ্ব গগনের গন্ডি পেড়িয়ে ?
নাকি ধরনীর বুকে ?
বিধাতা কি অবুঝ ?
নাতো, বিধাতা তো মহাজ্ঞানী !
তবে কেন অবুঝ হৃদয়ে,
চাপিয়ে দেয় পাহাড় সমান ঘানি ?
বিধাতা কি দর্শক ?
না, তিনি তো সৃষ্টিকর্তা !
তবে কেন নিরবে সব দেখে,
আর ছোট্ট ছোট্ট স্বপ্নকে করে হত্যা ?
বিধাতা কি নিষ্ঠুর ?
না, তিনি তো দয়ার সাগর !
তবে কেন সুখ পল্লীকে,
পরিণত করে কষ্টের নগর ?
বিধাতা কি নির্বাক ?
না, তিনিই তো ভাগ্য নির্মাতা !
তবে কেন কষ্ট লিখে,
মুছে দিচ্ছ ভাগ্যহীনদের অল্প-স্বল্প সুখের পাতা ?
বিধাতা কি নিস্ব ?
না, তিনিই মালিক,
তাঁরই সব স্বাধীনতা !
তবে তাঁর বিশাল সুখের ভান্ডার হতে,
একটু সুখ দিতে কেন এতো কৃপণতা ?
October 9, 2015 at 11:34 PM
No comments