Zinda Park - Visit Zinda Park Near To Dhaka ।। জিন্দাপার্ক - ঘুরে আসুন ঢাকার খুব কাছেই জিন্দাপার্ক থেকে
☆☆জিন্দা পার্ক ( Zinda Park)☆☆
সারা সপ্তাহ ধরে অফিস ও নানা কাজের ধকল শেষ করে ছুটির দিন বা শুক্রবারে ঢাকা থেকে একটু দূরে কোথাও যাওয়ার কথা ভাবছেন ? সাপ্তাহিক ছুটিতে ঘুরে এসে আবার পরের দিনই নাগরিক ব্যস্ততার জীবনে ফেরত আসা যাবে এমনি কোন জায়গার কথা ভাবছেন ? এমনি একটি জায়গায় সম্পর্কে বলবো আজ ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দাপার্ক । প্রায় ১৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত চোখ জুড়ানো সবুজ অঞ্চল । ঢাকার অনেক কাছে, তাই Picnic Spot হিসেবেও বেশ পরিচিত এই জিন্দাপার্ক । এই এলাকার “অগ্রপথিক পল্লী সমিতির” তত্ত্বাবধানে দীর্ঘ ৩৫ বছরের নিরলস চেষ্টার ফসল এই জিন্দাপার্কে শহরের জীবন থেকে স্বল্প ছুটি নিয়ে ঘুরে আসতে পারবেন যেকোন দিন, যেকোন সময় । চমৎকার এই জায়গায় এসে মন খারাপ থাকার কোন উপায় নেই ।
☆☆ জিন্দাপার্কে যা যা দেখতে পাবেন :
● নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের এই দর্শনীয় স্থানটিতে দেখতে পাবেন প্রায় ২৫০টি প্রজাতির বিভিন্ন গাছ । ১০ হাজারের বেশী গাছ থাকায় অসংখ্য পাখির আনাগোনা ও কলতানে মুখর এই পার্ক ।
● আরো দেখতে পাবেন ৫ টি বড় লেক ।
● পার্কের ভেতর প্রবেশ করলে দেখতে পাবেন মাটির তৈরি ঘর, সান বাধানো পুকুর ঘাট, পুকুরের উপর তৈরি সাঁকো, নানা রকম গাছপালায় নানা রকম ফুল ।
● পার্কের ভেতর বিভিন্ন স্থাপনা রয়েছে । যেগুলো দেখতেও বেশ দর্শনীয় ।
● পার্কের ভেতরের ক্যান্টিন রয়েছে । তার সাথে রয়েছে ছোট্ট মিনি চিড়িয়াখানা ।
● যারা বইপ্রেমী, বই পড়তে ভালোবাসা তাদের জন্য রয়েছে অনন্য স্থাপত্যশৈলীর একটি অসাধারণ মনোমুগ্ধকর লাইব্রেরী ।
● সেখানে রয়েছে বড় লেক । সেই লেকগুলোতে নৌকা ভ্রমণের জন্য আছে ৮ টি সুসজ্জিত সুন্দর নৌকা ।
সবকিছু মিলিয়ে ভ্রমন বা ঘুরে দেখার মত অনন্য সুন্দর একটি দর্শনীয় স্থান হিসেবে রূপ নিয়েছে জিন্দা পার্ক ।
☆☆ জিন্দাপার্ক যেভাবে যাবেন :
● ঢাকা থেকে জিন্দাপার্কের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার । ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আধা ঘন্টার দূরত্বে অবস্থিত এই জিন্দাপার্কটি ।
>> সহজে অল্প সময়ে যেতে চাইলে বিমানবন্দরের নিকটতম কুড়িল বিশ্বরোড হাইওয়ে থেকে যেতে হবে কাঞ্চন ব্রিজ । BRTC বাসের টিকেট টিকিটের মূল্য নিবে জন প্রতি ২৫ টাকা ।
>> তারপর ঢাকা সিটি বাইপাস থেকে ৪ কিলোমিটার গেলেই জিন্দাপার্কে পেয়ে যাবেন । কাঞ্চন ব্রিজ থেকে অটোরিক্সার ভাড়া নিবে জন প্রতি ৩০ টাকা করে ।
>> কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট থেকে CNG রিজার্ভ করেও আপনি যেতে পারবেন আরেকটু আরামে ও ঝামেলাবিহীনভাবে । তবে সেক্ষেত্রে আপনার ভাড়া পরবে ৩০০ টাকার আশেপাশে ।
>> এছাড়াও ঢাকা থেকে টঙ্গী মীরের বাজার হয়ে বাইপাসের রাস্তা দিয়েও আপনি যেতে পারেন জিন্দাপার্কে ।
>> কাঁচপুর ব্রিজ দিয়ে যেতে চাইলে ভুলতা গাওছিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে হবে । তারপর সেখান থেকে উপরের প্রথম বর্ণিত নিয়ম অনুযায়ীই যেতে হবে ।
>> যদি নিজের গাড়ি নিয়ে যেতে চান তবে সেটিও পারবেন । জিন্দাপার্কে পার্কিয়ের সুব্যবস্থা রয়েছে । পার্কিং চার্জ ৫০ থেকে ১০০ টাকার মতো নিবে ।
☆☆ জিন্দাপার্কে থাকার ব্যবস্থা :
● যদি আপনি জিন্দাপার্কে যেয়ে সে পার্কের প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়ে রাতে সেখানে থেকে যেতে চান । তবে সেটার ব্যবস্থা রয়েছে পার্কের খুব কাছেই । মহুয়া গেস্ট হাউজে চাইলে আপনি রাতে থাকতে পারবেন । জিন্দাপার্ক খোলা থাকে প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।
☆☆ জিন্দাপার্কে খাবারের ব্যবস্থা :
● জিন্দাপার্কে যাওয়া হলো, সেখানে থাকা হলো এবার সেখানে খাবারের কথায় আসা যাক ।
>> জিন্দাপার্কের ভেতরে রয়েছে রেস্তোরা । সেই রেস্তোরায় আপনি পাবেন ভাত, ভাজি, সবজী, ডাল এবং মাংসসহ বিভিন্ন খাবারের আইটেম । খরচ পরবে প্রায় ২০০ টাকা থেকে ২৫০ টাকা মতো ।
☆☆ জিন্দাপার্কে বুকিং ও যোগাযোগ :
>> জিন্দাপার্কে যদি আপনি পিকনিক আয়োজন করতে চান তবে সেক্ষেত্রে পিকনিক করার জন্য নির্ধারিত দিনের কয়েকদিন আগেই সে পার্কের কর্তৃপক্ষের নিকট তা জানাতে হবে । ঘুরাঘুরির জন্য লাগবে জন প্রতি টিকেট । যার শুভেচ্ছা মূল্য হবে ১০০ টাকা ।
>> বিস্তারিত সকল রকম তথ্য জানতে এবং সেখানে বুকিং দিতে কল করতে পারেন নিচের নাম্বার গুলোতে ।
০১৭২১২৬৬৬১০, ০১৭১৫০২৫০৮৩ এবং ০১৭১৬২৬০৯০৮ এই নাম্বারে ।
☆☆ জিন্দাপার্কের ওয়েবসাইট :
www.zindapark.com
☆☆ জিন্দাপার্কের ইমেইল :
Shahin.swd007@gmail.com
☆☆ প্রবেশমূল্য :
প্রাপ্তবয়স্কের জন্য ১০০ টাকা, বাচ্চাদের জন্য ৫০ টাকা করে ।
● সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এই পার্কটি । তাই চলে যেতে পারেন যেকোন সময় যেকোন দিন । নান্দনিক প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি সবুজের সমারোহ আপনাকে সতেজ করে দেবে এক নিমেষেই ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡ধন্যবাদ♡
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments