How To Prepare For The Travel And What To Take With You 2020 ? ।। কিভাবে ভ্রমনের প্রস্তুতি এবং সঙ্গে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র নিবেন ২০২০ ?
কিভাবে ভ্রমনের প্রস্তুতি এবং সঙ্গে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র নিবেন ২০২০ ?
ভ্রমনে গেলে খুটিনাটি অনেক কিছুই প্রয়োজন হয় । আর তা বলে কি সব কিছুর কথা মনে থাকে কিংবা সব কিছুই কী নেওয়া যায় ? নিতে হয় কেবল প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে । যে জিনিস গুলোর প্রয়োজন ও দরকার খুব বেশি । বেছে বেছে বা বাছাই করে সেগুলোই সঙ্গে নিতে হবে । তাহলে চলুন এবার জেনে নেয়া যাক দরকারি জিনিসগুলো কী কী নেয়া দরকার -
■■ প্রয়োজনীয় কী কী দরকার :
১. Passport, Travel Visa, Flight এর Ticket ও Travel সম্পর্কীয় যাবতীয় কাগজপত্র, Photocopy সহ হাতের নিকটেই রাখুন । তবে আসল এবং Photocopy - সব রকম কাগজপত্রই আলাদা করে রাখবেন ।
২. International Driving Licence - সঙ্গে রাখুন । এর জন্য Automobile Association এর মাধ্যমে আবেদন করতে হবে । বিকল্প হিসেবে নিজের Driving Licence টি নিজের কাছে রাখুন । License এ ছবি থাকলে তা পরিচয়পত্র হিসেবেও কাজে লাগবে ।
৩. কোন একটি কাগজে Blood Group, অ্যালার্জি ও বিশেষ শারীরীক অসুস্থতা থাকলে তার অবস্থা অথবা পুরনো অসুখ থাকলে সেটা সম্পর্কে লিখে কাছে রাখুন । এর সঙ্গে লিখে রাখুন নিজের চিকিৎসকের Name, Address ও Phone Number ।
৪. আপনি যদি চশমা ব্যবহার করে থাকেন তবে অতিরিক্ত এক জোড়া চশমা সাথে করে নিয়ে নিন । সঙ্গে নেওয়া Medicine এর একটি List হ্যান্ডব্যাগে রাখুন ।
■■ যা যা বাড়িতে রেখে যাবেন :
১. Passport, Travel Visa, Flight এর Ticket ও Travel সম্পর্কীয় যাবতীয় কাগজপত্রের Photocopy এবং Credit Card এর Statement এর সাম্প্রতিক Copy ।
২. Travel এর সময়সূচি ও প্রয়োজনীয় Phone Number কোন কাগজে লিখে রেখে যান ।
৩. Travellers Check এর Serial Number সমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী লিখে রেখে যান ।
■■ ঝামেলাবিহীন ভ্রমণ করুন :
১. Passport এর মেয়াদের Date দেখে নিতে হবে ।
২. প্রতিটি Travellers Check এর ওপরের বাম কোণায় নিজের Name Sign করে রাখুন । কারণ এটি হারিয়ে গেলে অথবা চুরি হলে কাজে লাগবে ।
৩. প্রতিটি Luggage এর ভেতরে বা উপরে নিজের Name, Address ও Phone Number লেখা Lebel রাখুন ।
৪. যাওয়ার আগে সঙ্গে নেওয়া দামি জিনিসপত্র Customs এ Register করে রাখুন । ফিরে আসার পথে শুধু শুধু Income Tax দেওয়ার হাত থেকে রেহাই পাবেন ।
৫. আরামদায়ক বা Comfortable পোশাকে Travel করুন । এতে অহেতুক মানুষের কু-দৃষ্টি আকর্ষণ করার ঝামেলা থেকে এড়ানো যায় ।
■■ যে সকল সাবধানতা অবলম্বন করবেন :
১. নিজের মালপত্র ছেড়ে বা ফেলে দূরে কোথাও চলে যাবেন না।
২. হালকা বা অল্প ওজনের মালামালের প্রতি বিশেষ খেয়াল রাখুন । বিশেষ করে Security Check এর সময় ।
৩. মুদ্রা বিনিময় বা Money Transition করার সময় একবারে বেশি অংকের টাকার চেয়ে কয়েক বারে অল্প অল্প পরিমাণের টাকা বিনিময় করুন ।
৪. যাত্রা আরম্ভ সময় মালামাল সমূহের একটি List তৈরি করে নিজের কাছে রাখুন ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡♡ ট্রাভেল ও ট্যুর সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে সাইটটি Follow করে রাখুন । ♡♡
♡ধন্যবাদ♡
♡ধন্যবাদ♡
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments