Header Ads

How To Backup Photos And Videos On Facebook 2020।। কিভাবে ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ করবেন ২০২০।।ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষার উপায় ২০২০।।

কিভাবে ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ করবেন ২০২০।।ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষার উপায় ২০২০।। 

How To Backup Photos And Videos Onn Facebook 2020।। কিভাবে ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ করবো ২০২০।।ফেসবুকের ছবি ও ভিডিও ব্যাকআপ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষার উপায় ২০২০।।

Facebook-এ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও Upload করি, যা আলাদা ভাবে Online-এ সংরক্ষণ করি না বা করা হয়ে ওঠে না । আর তাই এগুলার কোনো Backup থাকে না । হঠাৎ করে যেকোনো সময় Facebook-এর Server ডাউন হয়ে গেলে বা Facebook একাউন্টে কোন সমস্যা হলে আমাদের Upload করা ঐ ছবি এবং ভিডিও হারিয়ে যেতে পারে । এছাড়া আপনার প্রয়োজন হতে পারে যে Facebook-এ আপনার Upload করা সব ছবি এবং ভিডিওর একটা Backup আপনার নিজের কাছে রেখে দিতে । এই কাজটি করা এতদিন সহজে সম্ভব ছিলনা । কিন্তু এখন আপনি চাইলে কয়েক মিনিটেই এই Backup পেতে পারেন।

ব্যবহারকারীদের Upload-করা ছবি ও ভিডিও Google Photos এ ট্রান্সফার করার Tool Facebook-এ গত বছর পরীক্ষামূলকভাবে চালু হয় । বর্তমানে এ বছরের শুরুতেই US, UK, Canada, Africa-সহ বেশ কিছু দেশে ফিচারটি চালু করা হয় ।

কিন্তু এখন বিশ্বের সকল Facebook ব্যবহারকারীর জন্য Feature-টি Open করে দেয়া হয়েছে । Facebook-এর Desktop Version কিংবা Mobile App উভয় প্ল্যাটফর্মেই তা ব্যবহার করা যাবে । Google Photos-এ ছবি ট্রান্সফার করার Feature-টি ।

FACEBOOK থেকে GOOGLE PHOTOS-এ ছবি COPY করার করার নিয়ম দেয়া হলো :

Computer বা Web Version এ যেভাবে করবেন :-

Computer-এ Facebook থেকে Google Photos-এ ছবি ট্রান্সফার করতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন -

Step 1 :
Facebook একাউন্টে Log In করুন ।

Step 2 :
ডান দিকের কোণায় যে তীর চিহ্ন আছে সেখানে Click করে Settings এ প্রবেশ করুন ।

Step 3 :
বাম দিকে থাকা Your Facebook Information-এ প্রবেশ করুন ।

Step 4 :
Transfer a Copy of Your Photos or Videos - এই অপশনটি Select করুন ।

Step 5 :
Destination হিসেবে Google Photos Select করুন ।

Step 6 :
এরপর আপনার Google Account - এ Log In করে বাকি প্রক্রিয়া শেষ করুন ।

MOBILE APP-এ যেভাবে করবেন :-

Mobile App ব্যবহার করে Facebook থেকে Google Photos - এ ছবি ট্রান্সফার করার নিয়মটা অনেকটাই Desktop এর মতই । Mobile App দ্বারা Facebook থেকে Google Photos - এ ছবি ট্রান্সফার করতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন -

Step 1 :
Facebook App - এ Log In করুন ।

Step 2 :
ডান দিকের Option (তিনটি সমান্তরাল দাগ) থেকে Settings এ প্রবেশ করুন ।

Step 3 :
নিচের দিকে Scroll করে Your Facebook Information এ প্রবেশ করুন ।

Step 4 :
Transfer a Copy of Your Photos or Videos অপশনটি Select করুন ।

Step 5 :
Destination হিসেবে Google Photos Select করুন ।

Step 6 :
এরপর আপনার Google Account - এ Log In করে বাকি প্রক্রিয়া শেষ করুন ।

উল্লেখ্য যে, Tool -টি ব্যবহার করে ছবি ট্রান্সফার করলে আপনার Facebook Account - এ থাকা সকল ছবি এবং ভিডিওই Google Photos এ Import- হয়ে যাবে । যার মানে, সেখানে আলাদা আলাদা ছবি Select করা সম্ভব নয় । Google Photos থেকে কোনো ছবি Delete করলে তা Facebook থেকে Delete হবে না । Facebook -এ থাকা ছবি আলাদাভাবে Delete করতে হবে (যদি আপনি Delete করতে চান)।

২০১৮ সাল থেকে Facebook, Microsoft, Google এবং Tweeter তাদের Platform গুলোকে আরো সহজ আর User Friendly করার জন্য একজোট হয়ে কাজ করে আসছে । এরই অংশ হিসেবে Facebook থেকে Google Photos-এ ছবি ট্রান্সফার করার Tool - টি তৈরি হয়েছে ।

গতবছর Apple -ও এই জোটে যুক্ত হয়েছে এবং iCloud থেকে ও iCloud এ Data ট্রান্সফার এর Feature যুক্ত করেছে । এভাবে Tech জায়ান্ট গুলো একসাথে মিলে কাজ করলে User - দের নিকট Internet ব্যবহারের অভিজ্ঞতা আরো Improve হবে বলে আশা করা যায় ।

আর্টিকেল লেখক : Rahim Badshah

♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡

ধন্যবাদ

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.