অশ্রু নদী
অশ্রু নদী
দিগন্তের শেষ সীমানার পরেও,
বেশ খানিকটা দূরে চলে গেলে
নিভৃতে, নীরবে আর চুপিসারে ।
চলে যাবার সময় একবারও তোমার
বুক কেপে উঠেনি আমার জন্য ।
একবারও তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো
পেছন থেকে আটকে দিতে পারেনি তোমায় ।
চলে যাবার বেশ কিছু সময় আগে
হৃদয় কাঁপানো সুখে থাকার ভবিষ্যৎ বাণী করে
কিছু মিথ্যে ভাষণ দিয়ে গিয়েছিলে,
আর রেখে গিয়েছিলে অসংখ্য অভিযোগ ।
একবারও ভাবলে না আমার দুঃখী মনের কথা,
দেখলে না তোমার অভাবে হয়ে যাওয়া,
ক্ষত-বিক্ষত হৃদয়ের রক্তক্ষরণ ।
পুড়ে যাওয়া কয়লার কালো রঙটাই দেখলে,
কিন্তু তার পেছনের পোড়ার যন্ত্রণাটা বুঝলে না ।
এতটাই যদি ভালোবাসতে,
তবে কী দিয়ে গেলে আমায় ?
সুখ আর দুঃখের স্মৃতির পাহাড়,
আমাকে কুঁড়ে কুঁড়ে খাওয়ার জন্য তোমার মায়া,
আর দুচোখে বয়ে যাওয়া অশ্রু নদী,
যেই অশ্রু নদী কেবল তোমার অভাবে প্রবাহমান ।
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments