How To Repair A Mobile Phone In The Water 2020 ।। মোবাইল পানিতে পরে গেলে কী করবেন ২০২০ ?
মোবাইল পানিতে পরে গেলে কী করবেন ২০২০ ?
বর্তমানে অনেক ফ্ল্যাগশিপ Mobile Phone নির্দিষ্ট একটা মাত্রা পর্যন্ত Water Resistant হিসেবে বাজারে এলেও চিরাচরিতভাবে Mobile / Phone গুলোকে পানি থেকে যতোটা সম্ভব দূরেই রাখা হয় । পানি আর Mobile Phone অনেকটা “দা-কুমড়ার” মতো সম্পর্ক । অবশ্য এটা সব ধরনের Electronic Device এর বেলাতেই বলা যায় । এমনকি যে Submarine পানির নিচে চলে সেটাও Water Resistance হিসেবেই তৈরি করা হয় । তো, আর কথা না বাড়িয়ে এবার চলুন আসল কথায় আসা যাক ।
আপনার Mobile Phone টি যদি Water Resistant না হয় আর হঠাৎ যদি সেই Phone টি পানিতে ভিজে যায় কিংবা পানিতে পড়ে যায় । তাহলে আপনি কী করবেন ?? চলুন এই প্রশ্নটির উত্তর জেনে আসা যাক ।
● Mobile Phone টি বন্ধ করুন :
James - এর সেই বিখ্যাত গানটা শুনেছেন নিশ্চয়ই “আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে”? ব্যাপারটা ঠিক এমনও হতে পারে । Mobile Phone পানিতে পড়ে যাক বা পানি Mobile Phone এর উপরে পড়ুক । যাই হোক না কেন, সাথে সাথে Mobile Phone বন্ধ করে ফেলুন । আর Charger লাগানো থাকলে তো কথাই নেই । সাথে সাথে Charger থেকে Mobile আলাদা করে ফেলুন । ভেজা অবস্থায় Mobile Phone ভুলেও Charge - এ লাগাবেন না ।
আপনার Mobile Phone টি যদি পুরনো Model - এর হয় তাহলে হয়তো Battery খুলে নেয়ার Option থাকবে । সেক্ষেত্রে Battery টি খুলে ফেলুন ।
পানির জন্য Mobile Phone - এর সবচেয়ে দ্রুত যে ক্ষতিটি হয় তা হল, পানি Mobile Phone এ Motherboard এর Circuit (সার্কিট) গুলোকে Short করে দেয় । মানে “শর্ট সার্কিট” হয় আরকি । আপনি Science এর Student হলে “শর্ট সার্কিট” কী তা অবশ্যই জানে থাকবেন । অন্য বিভাগের ছাত্র হয়েও “শর্ট সার্কিট” সম্পর্কে জ্ঞান থাকলে সেটা আপনার নিজস্ব ক্রেডিট । এটা ঘটে যদি পানিতে ভেজা অবস্থায় আপনার Mobile Phone - এ বিদ্যুৎ প্রবাহিত হয় । (আরো অনেক কারণে হতে পারে)। ভেজা Mobile Phone এ “শর্ট সার্কিট” এড়াতে Mobile Phone বন্ধ করে Battery খুলে ফেলাই সবচেয়ে ভালো ।
● Mobile Phone টি ধুয়ে নিন :
Title দেখে ভরকে যাবেন না । এটা শুধুমাত্র তখনই করবেন যখন আপনার Mobile Phone টি সমুদ্রের জলে কিংবা Soup এর বাটিতে পড়ে যায় । কারণ সামুদ্রিক লোনা পানিতে অনেক লবণ থাকে যা আপনার Mobile Phone এর Motherboard এর ক্ষতি করতে পারে । তাই তাড়াতাড়ি Mobile Phone টি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন । তবে খুবই সাবধানে । তা না হলে পরে হিতে বিপরীত হতে পারে । আর ভুলেও বাটিতে পানি নিয়ে তাতে ডুবাবেন না ।
● Mobile Phone নিয়ে ঝাঁকাঝাঁকি করবেন না একদম :
অনেকে ভয় পেয়ে Mobile Phone পানি থেকে তুলেই নড়াচড়া করে ঝাঁকিয়ে ভিতর থেকে পানি বের করতে চান । ভুলেও এ কাজটি করবেন না । উল্টাপাল্টা ঝাঁকাঝাঁকি করলে পানি তো বের হবেই না, উল্টো Mobile এর ভিতরে আরো গভীরে পানি চলে যেতে পারে ।
● Silica Gel ব্যবহার করতে পারেন :
অনেক সময় Tablet এর কৌটাতে পাওয়া Silica Gel আমরা ফেলে দিয়ে থাকি । ফেলে না দিয়ে সেগুলো ঘরে জমিয়ে রেখে দিলে এরকম বিপদের সময় কাজে লাগতে পারে । Silica Gel খুব চমৎকার একটি Drying Agent এবং এটি দ্রুত আদ্রতা শুষে নেয় । আর Mobile Phone খুলে শুকানোর জন্য অপেক্ষা করার সময় তোয়ালে কিংবা Tissue Paper এর উপরে রেখে দিতে পারেন ।
Hair Dryier কিংবা Oven এর দিকে ভুলেও যাবেন না ।
Mobile Phone শুকানোর জন্য অনেকে Hair Dryier ব্যবহার করে । কিন্তু আনাড়ি হাতে এটা করতে গেলে Hair Dryier এর তাপ আপনার Mobile Phone এর ক্ষতি করতে পারে । আর ভুলেও বোকার মতো Microwave Oven এ Mobile Phone রেখে শুকানোর চেষ্টা করে Mobile Phone কে ডাস্টবিনে ফেলার উপযোগী করবেন না যেন !
● Mobile Phone শুকানোর জন্য অপেক্ষা করুন :
আপনার Mobile Phone টি শুকাতে দিয়ে অপেক্ষা করতে থাকুন । সরাসরি সূর্যের আলোতে না রাখাই উচিত । আপনি Hardware Gig Type এর হলে আর বাসায় যন্ত্রপাতি থাকলে Mobile Phone টির Parts খুলে আলাদা করে শুকাতে দিতে পারেন ।
● Service Centre এর দিকে ঝেরে দৌঁড় দিন :
আপনি এতকিছু না পারলে বসে না থেকে Mobile Phone টির Switch Off করে, Battery খুলে (যদি সম্ভব হয়) সোজা Service Centre এ কিংবা Mobile Repair Shop এর দিকে যান । বসে থেকে একটুও সময় নষ্ট করবেন না । খুব বেশি ভাগ্য খারাপ না হলে আপনার Mobile Phone টি আবার আগের মতো চলতে থাকবে ।
আপনার Mobile Phone কি কখনও ভিজে গিয়েছিল ? তা নিয়ে আপনার Experience Comments এ Share করুন !
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡
♡ধন্যবাদ♡
♡ধন্যবাদ♡
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments