How To Use Two Monitors Together In One Computer 2020 ।। এক কম্পিউটারে দুইটি মনিটর একসাথে ব্যবহার বা চালানোর নিয়ম ২০২০
এক কম্পিউটারে দুইটি মনিটর একসাথে ব্যবহার বা চালানোর নিয়ম ২০২০
Dual Monitor Set - করা খুব একটা কঠিন বিষয় নয় । এছাড়াও Windows - এর OS - এ এখন অনেক কিছু Support করে । Third Party Dual Monitor - এর Software - এরও কাজ চালিয়ে নেয় সেটি ।
■ Personal Computer - এ Dual Monitor - এ লাগাতে গেলে কী কী করতে হবে ? ■
প্রথমত দুটি Monitor লাগবে । দুটি আলাদা আলাদা Monitor হলেও অসুবিধা নেই, তবে দুটি একই ধরণের Monitor হলে সুবিধা হয় । বিশেষ করে চোখের জন্য । কারণ দুটি আলাদা Monitor - এর আলাদা Regulation - এ চোখে চাপ পড়ে । তারপর Back Connection দেখে নেওয়াটা জরুরি ।
সাধারণত Monitor - এর Multiple Input - এর দিকে আমরা খুব একটা নজর দেই না । কিন্তু দুটি Monitor - এর ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা Input চাই । সেক্ষেত্রে Multiple Input - ওয়ালা Monitor কেনাই ভাল । Google - এর My Activity Setting - দিয়ে যা যা করা যায় দ্বিতীয়ত Graphics Card । সাধারণত Monito হয় Motherboard নয়ত Graphics Card দিয়ে Connected থাকে । কিন্তু Graphics Card হলে একাধিক Connection - এ সুবিধা হয় । সেক্ষেত্রে Motherboard - এ এক থেকে দুটি Maximum Connection মিলবে । তাই আপনাকেই ঠিক করতে হবে Single Graphics Card Multiple Output নাকি Multiple Graphics Card দিয়ে কাজ চালাবেন ।
যখন আপনি দ্বিতীয় Monitor Windows - এ Connect করবেন তখন আপনা আপনিই তা Detect করে ফেলবে । সেই Monitor - এও 2nd Desktop Show করবে । Desktop - এ Right Click - করে Primery Monitor কোনটাকে বানাবেন সেটা Select করতে পারেন, ঠিক করতে পারেন Display Settings ও । Select করার পর Display Screen Customize করতে পারেন । সেক্ষেত্রে Monitor দুটির জন্য আলাদা আলাদা নম্বর মিলবে Screen এই । Monitor - এর Regulation Adjust করতে পারেন । ওপরে Advanced Display Settings পাবেন, সেখান থেকেই এসব অনায়াসে করা যাবে । Right Click করে Task Bar - এ গিয়ে Configure করা যায় । সেখান থেকে চলে যান Properties - এ ।
যখন আপনি দেখতে পাবেন, সেখানে Display - তে Task Bar দেখতে চান বা না চান সেটা Select করে ফেলবেন । সবশেষে Background নিয়ে যখন কাজ করবেন, তখন Background - এ Span Option পাবেন Personalization - এর মধ্যে । সেখান থেকে Image Select করুন দুটির ক্ষেত্রেই ।
এভাবেই আপনি একটি Computer - এ একই সাথে দুইটি মনিটর একসাথে চালেতে পারবেন ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡ধন্যবাদ♡
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments