How To Recognize The Original iPhone 2020 / আসল আইফোন চেনার উপায় ২০২০ / ব্যবহৃত আইফোন ক্রয়ের আগে যে বিষয়গুলো দেখে নিতে হবে ২০২০
আসল আইফোন চেনার উপায় ২০২০ / ব্যবহৃত আইফোন ক্রয়ের আগে যে বিষয়গুলো দেখে নিতে হবে ২০২০
Smart Phone জগতে iPhone সবসময় সেরার কাতারে নিজেদের অবস্থান ধরে আছে । তবে বাংলাদেশের প্রেক্ষাপটে New iPhone এর Market Price অনেক বেশি । সেক্ষেত্রে ব্যবহৃত iPhone কেনার চিন্তা করে থাকেন অনেকেই । বর্তমানে Internet "ব্যবহৃত iPhone" কেনা-বেচার একটি বিশাল মাধ্যমে পরিণত হয়েছে ।
উদাহরণ হিসেবে বিভিন্ন Facebook Group এবং Bikroy.com এর কথা বলা যেতে পারে । যেখানে মানুষজন ব্যবহৃত iPhone বেচা-কেনা করে থাকেন । Feature আর Performance এর কথা বিবেচনা করে অনেকেই এসব ব্যবহৃত iPhone ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকে । আজ আমরা ব্যবহৃত iPhone কেনার পূর্বে আমাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ।
■ Phone - এর মালিকানা যাচাই :
আপনি যে ব্যবহৃত iPhone টি কিনতে চাচ্ছেন, সেটি যদি চুরি করা মোবাইল হয়, তাহলে এর Original মালিক যেকোনো সময় Phone টি Block করে দিতে পারবেন । তাই যার কাছ থেকে ক্রয় করেছেন , সে আপনাকে কোনো চুরি করা বা চুরি যাওয়া Phone ধরিয়ে দিচ্ছে কিনা তা নিশ্চিত করতে অবশ্যই Phone এর মালিকানা নিশ্চিত করা জরুরি । আপনি যে ব্যবহৃত iPhone টি ক্রয় করতে চাচ্ছেন, সেটির মালিকানা নিশ্চিত করতে নিন্মোক্ত পদ্ধতি অনুসরণ করুন –
● Step 1 :
ফোনের Settings থেকে General সেকশনে প্রবেশ করুন ।
● Step 2 :
About সেকশনে প্রবেশ করুন । নিচের দিকে Scrall করে IMEI কোডটি খুঁজে বের করুন । যা সাধারণত ১৫ Digit এর সংখ্যা হয়ে থাকে । IMEI কোডটি কোথাও লিখে রাখুন ।
● Step 3 :
এবার CTIA Stolen Phone Checker সাইটে প্রবেশ করে ফোনের IMEI কোডটি লিখুন । এরপর উক্ত Phone চুরিকৃত ফোন হলে Red Notice এবং চুরিকৃত ফোন না হলে Green Notice দেখতে পাবেন ।
যদি সেই রিপোর্টে Green Notice বাদে অন্যকিছু থাকে, তবে কেনার জন্য অন্য কোনো Phone খোঁজাই ভালো ।
জেনে রাখা ভালো, Bangladesh- এর প্রেক্ষাপটে এই পদ্ধতিটি পুরোপুরি নির্ভরযোগ্য নাও হতে পারে । তবে ওখানে Red Notice এলে সেই Phone না কেনাই ভালো ।
■ iCloud Lock বা Activation Lock :
iPhone এর অন্যতম Security Feature হচ্ছে এর iCloud Lock বা Activation Lock । Find My iPhone Feature - এর মাধ্যমে iPhone এর মালিক তার Apple ID দিয়ে Sign-In করে Phone - টিকে Lock করে রাখতে পারবেন । এরপর কেউ iPhone-টি চালু করতে চাইলে ওই iCloud Lock না খুলে Phone-টি ব্যবহার করতে পারবে না । Phone-টি চালু করতে চাইলে iCloud - এ আগে ঐ Apple ID দিয়ে Sign-In করে আগে Phone-টি Unlock করতে হবে।
তাই iPhone কেনার আগে দেখে নিন এর Find My iPhone বা iCloud Lock খোলা আছে কিনা । যদি Lock করা থাকে তাহলে Phone - এর যিনি মালিক বা বিক্রেতা, তার কাছ থেকে ওই Lock টি খুলে নিন । iPhone থেকে iCloud বা Apple ID- দিয়ে যত জায়গায় Sign-In করা আছে সব জায়গা থেকে Sign-Out করে নিন । Phone- টি পুরোপুরি Factory Reset করে নিন।
■ ফোনের Battery Health Check :
iPhone এর একটি দারুণ Feature হল Battery Health, যা ব্যবহারের সাথে সাথে Phone - এর Battery আয়ু পরিমাপ করে Battery - এর বর্তমান অবস্থা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয় । iPhone - এর Battery Health জানতে হলে –
● Step 1 :
Settings App- এ প্রবেশ করুন ।
● Step 2 :
Battery সেকশন থেকে Battery Health এ প্রবেশ করুন । Battery Health সেকশনে দেখতে পাবেন Phone - এর Battery Health কতটুকু অবশিষ্ট রয়েছে ।
সাধারণত একটি New iPhone - এর Battery Health ১০০% থাকে । Phone - এর Battery Health দেখেই Phone - টি কত সময় ধরে ব্যবহার করা হয়েছে, তার ও একটি ধারণা পাওয়া যায় । উল্লেখ্য যে, Battery Replace করেও পুনরায় সম্পূর্ণ Battery Health ফিরে পাওয়া সম্ভব।
■ Sim Card Support করে কিনা :
অনেক সময় অভ্যন্তরীণ Damage কিংবা Software Bug এর কারণে iPhone - এ Sim কাজ করেনা । এছাড়াও অনেক Locked iPhone - এ Bypass পদ্ধতি ব্যবহার হয় । যার ফলে Phone ব্যবহার করা গেলেও Phone - এ Sim Card Support করে না । তাই Used iPhone কেনার আগে এটি নিশ্চিত হোন, যে Phone - টি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেটিতে Sim ঠিকমত কাজ করে কি না ।
■ Hardware - এর অবস্থা কেমন :
ব্যবহৃত iPhone - এর Body - তে ছোট-খাটো Scratch বা দাগ থাকা সাধারণ ব্যাপার । তবে এসব কোনো Hard বা ভারী আঘাতের ফলে হয়েছে কিনা, ক্রয় করার আগে তা অবশ্যই নিশ্চিত করা জরুরি । তাই ব্যবহৃত iPhone কেনার আগে অবশ্যই Phone - এর Physical Button, Touch ID/Face ID (যদি থাকে), 3D Touch Sensors, Camera Lense, Water Damage Sensors পরীক্ষা করে যাচাই করে নিবেন ।
■ Storage Capacity কেমন :
যেকোনো iPhone Model - ই বিভিন্ন Storage Variant - এ পাওয়া যায়, যা 16GB থেকে শুরু করে 512GB পর্যন্ত বিদ্যমান । আপনার Use - এর উপর ভিত্তি করে যে iPhone - টি আপনি ক্রয় করতে চাচ্ছেন তা যথাযথ কিনা, সেটি নিশ্চিত করে নিন । তবে বর্তমান সময় বিবেচনা করে 64GB থেকে কম Storage যুক্ত iPhone না কেনাই ভাল।
■ Price কেমন :
যে ব্যবহৃত iPhone - টি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেটির Price New iPhone - এর তুলনায় কম হবে, তা ই স্বাভাবিক । তবে আসল Market Price থেকে যদি অতিরিক্ত কম Price - এ ব্যবহৃত iPhone কেনার জন্য পান, তবে সেটি সন্দেহজনক হতে পারে ।
একটি ব্যবহৃত Android Device ক্রয় করার চেয়ে একটি ব্যবহৃত iPhone ক্রয় করা অনেকটাই জটিল একটা ব্যাপার । তাই ব্যবহৃত iPhone ক্রয়ের সময় উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে বিচার বিবেচনা করে কেনা উচিত ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡
♡ধন্যবাদ♡
♡ধন্যবাদ♡
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments