Header Ads

How To Increase Android Phone Speed ​​Or Top 10+ Ways To Increase Android Phone Speed ​​2020 ।। কিভাবে এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন বা এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর সেরা ১০+ উপায় ২০২০

কিভাবে এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন বা এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর সেরা ১০+ উপায় ২০২০

How To Increase Android Phone Speed ​​Or Top 10+ Ways To Increase Android Phone Speed ​​2020 ।। কিভাবে এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন বা এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর সেরা ১০+ উপায় ২০২০

আমাদের Android স্মার্ট ফোন মাঝে মাঝেই খুবই Slow হয়ে যায়, যা অনেক বিরক্তিকর ও সমস্যার একটা ব্যাপার । তবে ভালো ব্যাপার হচ্ছে, Android স্মার্ট ফোন গুলোর স্পিড অনেকটাই নির্ভর করে ব্যবহারকারীর ব্যবহারের ধরন আর স্মার্ট ফোনের Settings -এর উপর ।

স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চললে আর কিছু Settings পরিবর্তন করে আমরা ফোনের স্পিড পূর্বের থেকে অনেক বেশি বাড়াতে পারি । এই পোস্টে আমরা Android ফোনের স্পিড বাড়ানোর সেরা ১০+ উপায় সম্পর্কে আপনাদের জানাবো ।

১। অপ্রয়োজনীয় App Uninstall করে দিন :

Android ফোনের স্পিড বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে অপ্রয়োজনীয় App Uninstall করে দেওয়া । ফোনে প্রচুর Storage থাকার বদৌলতে আমরা ইদানিং অতিরিক্ত App নিয়ে ফোন ভরে ফেলি । এই App গুলো হয়ত ফোনের Storage-এ কোনো প্রভাব ফেলেনা, তবে ফোনের RAM-এ জায়গা দখল করে থাকে অনেক App-ই । আর এই কারণেই ফোনে App বেশি থাকলে ফোন Slow হয়ে যায় । তাই চেষ্টা করুন আপনার Android ফোনটিতে যথাসম্ভব কম এবং শুধুমাত্র আপনার প্রয়োজনীয় App-গুলো রাখতে ।

২। Internal Storage সবসময় যথাসম্ভব খালি রাখুন :

Android ফোনের স্পিড বাড়ানোর আরেকটি ভালো উপায় হচ্ছে Internal Storage যতটুকু সম্ভব ততোটা খালি রাখা । তবে আপনার ফোনের Internal Storage একদম খালি করে রাখার কথা বলছিনা । ধরুন, আপনার ফোনের Internal Storage ৩২GB আর আপনি ২GB স্পেস নেয়, এমন App বা Game চালিয়ে থাকেন । আপনি যখন ওই Appটি চালাবেন, তখন ওই App-এর ডাটাগুলো লোড করতে App-টি ফোনের Internal Storage -কে ব্যবহার করে । তাই ওই ২GB-এর App বা Game-টি ব্যবহার করতে আপনার ফোনে কম করে হলেও ২ থেকে ৪GB ফ্রি স্পেস থাকা প্রয়োজন । এভাবে Internal Storage কিছুটা জায়গা খালি রাখার ফলে App- খুব Smooth রান করবে আর ফোনের স্পিড ও বৃদ্ধি পাবে।

৩। Micro SD Card ব্যবহার করুন :

ফোনের Internal Storage খালি রাখার জন্য সম্ভব হলে ফোনে Extra Micro SD Card অর্থাৎ Memory Card ব্যবহার করুন । তবে Micro SD card ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন সেটা হল ওই Micro SD Card - এর Data Loading Speed কেমন । আপনি যদি আপনার ফোনে একটি দুর্বল Micro SD Card ব্যবহার করেন, তবে ফোন পূর্বের তুলনায় আরো Slow হয়ে যাবে। তাই Micro SD Card কেনার সময় দেখেশুনে পরীক্ষা করে কিনবেন।

৪। App - এর ক্যাশ (Cache) ডিলিট করে ফেলুন :

Chorome, Facebook, Instagram, Messenger ইত্যাদি App ফোনে প্রচুর পরিমাণ ক্যাশ (Cache) তৈরী করে ৷ এসব Data গুলো উক্ত App এর সেটিংসে গিয়ে Clear করুন । তবে App -এর ডাটা (Data) Clear করবেন না । সেক্ষেত্রে ওই App -এ থাকা দরকারী সকল তথ্য Delete বা মুছে যাবে । এছাড়া এর ফলে আপনি লগ-আউটও হয়ে যাবেন ।

৫। Live Wallpaper ও Widgets ব্যবহার করা থেকে বিরত থাকুন :

অনেকেই ফোনকে সুন্দর দেখাতে Home Screen - এ বিভিন্ন ধরনের Widgets ও Live Wallpaper ব্যবহার করে থাকেন । তবে এসব Widgets ও Live Wallpaper ফোনের Speed - এ প্রভাব ফেলে ও ফোনকে Slow করে দেয় । তাই আপনার Android স্মার্টফোনটিতে ভালো Speed - ভালো পেতে চাইলে Widgets ও Live Wallpaper ব্যবহার এড়িয়ে চলুন ।

উল্লেখ্য যে, বিভিন্ন ধরনের Android Launcher শুধুমাত্র ফোনের শোভা বাড়ায় আর নতুন Functionality যুক্ত করে । এসব App সাধারণত আপনার ফোনের Speed বাড়ায়না । তাই চেষ্টা করুন ফোনের সাথে Default - ভাবে থাকা Launcher -টি ব্যবহার করতে ।

৬। Data Saver Mode ব্যবহার করুন :

ফোনে আপনি যে Browser ব্যবহার করেন, সেটির Data Saver Mode 'On' করে দিন । এক্ষেত্রে Website- দ্রত Load হবে এবং ভালো Speed পাবেন । তবে এতে আপনার Browsing Quality - এর অবনতি হতে পারে।

৭। Wi-Fi Connection Optimize করুন :

অনেকসময় দুর্বল Wi-Fi Connection Connected থাকার দরুণ ফোন Slow হয়ে যায় । তাই Wi-Fi Disconnect করে আপনার ফোনের Speed পরীক্ষা করে এটি নিশ্চিত করুন যে আপনি Wi-Fi জনিত কারণে ফোন Slow হওয়ার মত সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা । এমন অবস্থায় আপনার Wi-Fi Connection Optimize করার ব্যবস্থা করুন ।

৮। Auto-Sync বন্ধ করে ফেলুন :

Auto-Sync চালু রাখলে ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Activity চালু থাকে, যার ফলে ফোন কিছুটা Slow হয়ে যায় । আপনার ফোনেও যদি Auto-Sync চালু থাকে, তবে সেটি Off করে দিন । উল্লেখ্য যে, Auto-Sync বন্ধ করে দিলে আপনি সদ্য আসা Mail গুলো সম্পর্কে  Notification পাবেন না। এছাড়াও Auto Cloud Sync ও বন্ধ হয়ে যাবে ।

৯। Task Killing মাত্রা রেখে করুন :

অনেকেই মনে করেন Task Manager Clear রাখলে ফোনে অধিক Speed পাবেন । তাই তারা সবসময় একটি App থেকে অন্য App প্রবেশ করার সময় আগের App টি Task Manager থেকে কেটে দেন । তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল । একটি App Close করে দিলে পরেরবার অ্যাপটি চালু করতে ফোনকে প্রচুর Memory খরচ করতে হয়, যার কারণে ফোন Slow হয়ে যায়। তাই মাত্রার বাইরে সবসময় Task Killing করবেন না । পাশাপাশি একসাথে অনেকগুলো App ব্যবহার থেকে বিরত থাকুন । এতেও ফোন Slow হয়ে যায়।

১০। Operating System ও App Update করুন :

আপনার ফোনে যদি System Update আসে, তবে সেটি ব্যবহার করে System Update করুন । এসব Update - এ ডেভলপারগণ ফোনের বিভিন্ন সমস্যা সমাধান করেন, যার ফলে ফোন ব্যবহারের অভিজ্ঞতায় Improve আসে । তাই ফোনের OS এবং App Update দেওয়ার মাধ্যমে ফোনকে Up-To-Date রাখার চেষ্টা করুন ।

১১। Battery বদলে ফেলুন :

অনেকসময় দূর্বল Battery - এর কারণেও ফোনের Performance - এ ব্যাঘাত ঘটে । তাই এটি নিশ্চিত করার চেষ্টা করুন আপনার ফোন Slow হওয়ার পেছনে Battery জনিত কোনো সমস্যা দায়ী কিনা। সেক্ষেত্রে ফোনের Battery বদলে ফেলার সিদ্ধান্ত নিতে পারেন।

১২। ফোন “Full Reset” করুন :

নিয়ম মেনে ফোন চালিয়ে কিংবা Settings Change করেও যদি আপনার ফোনের Speed না বাড়ে, তবে ফোন Full Reset করে দেখতে পারেন । Full Reset - কে Hard Reset ও বলা হয় । এক্ষেত্রে ফোনে থাকা সকল Data Delete হয়ে যাবে । তাই ফোন Reset করার আগে সকল Data Backup নিয়ে রাখুন ।

১৩। মোবাইল Change করে ফেলুন :

উপরে দেখানো সকল পদ্ধতি অনুসরণের পরেও যদি আপনার ফোনের Speed - এ কোনো Improve না দেখেন, তবে বুঝে নিন আপনার ফোনটি সময় অনুসারে অচল হয়ে যেতে বসেছে । সেক্ষেত্রে আপনি New ফোন কেনার সিদ্ধান্ত নিতে পারেন ।

আর্টিকেল লেখক : Rahim Badshah

আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡

ধন্যবাদ

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.