How To Deactive / Turn Off Mobile Offer Message 2020 ।। সকল মোবাইলের বিরক্তিকর মেসেজ বা বিভিন্ন অফারের মেসেজ বন্ধ করার উপায় ২০২০
সকল মোবাইলের বিরক্তিকর মেসেজ বা বিভিন্ন অফারের মেসেজ বন্ধ করার উপায় ২০২০
Mobile Operator - গুলো প্রতিনিয়ত বিভিন্ন Offer - এর Message আমাদেরকে পাঠিয়ে থাকে । এগুলোকে Promotional Message বলা হয় । এসব Massage - এর মধ্যে অধিকাংশই কোনো কাজের নয় । কোম্পানিগুলো যাতে এসব Message - না পাঠাতে পারেন আপনি চাইলে তা বন্ধ করতে পারেন ।
Bangladesh Sim Oparetor Company - গুলো কতৃক প্রেরণকৃত Promotional Message বন্ধের উপায় এই পোস্টে আলোচনা করা হল ।
■ ■ Robi Sim - এর Promotional Message - বন্ধ করার উপায় :
Robi Sim - এ Promotional Message - বন্ধ করতে যা করবেন –
● *৭# ডায়াল করুন, এরপর ২ লিখে রিপ্লাই করুন ।
● আবার, একইভাবে *৭# ডায়াল করে ১ লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল Promotional Message পুনরায় চালু করতে পারবেন ।
■ ■ Grameen Phone Sim - এর Offer বন্ধের উপায় :
● Grameen Phone Sim - এ *১২১*১১০১# Dial করে Promotional Message বন্ধ করতে পারবেন ।
● পুনরায় Promotional Message চালু করতে *১২১*১১০২# Dial করতে হবে ।
■ ■ Banglalink Sim - এর Promotional Message বন্ধ করার উপায় :
Banglalink Sim - এ Promotional Message বন্ধ করতে যা করবেন –
● Message Option - এ গিয়ে Type করুন OFF । এরপর Message - টি পাঠিয়ে দিন ৬১২১ নাম্বারে ।
উপরোক্ত Message পাঠাতে কোনো Fee বা Charge কাটা হবে না ।
■ ■ Airtel Sim - এর Promotional SMS বন্ধের করার উপায় :
Airtel এবং Robi Company এখন একসাথে কাজ করছে । সুতরাং, Airtel Sim - আসা Promotional Message উপরে উল্লিখিত Robi Sim - এর Promotional Message বন্ধের উপায়ে বন্ধ করা যাবে । অর্থাৎ-
● *৭# ডায়াল করুন, এবং ২ লিখে রিপ্লাই করুন ।
● একইভাবে *৭# ডায়াল করে ১ লিখে Reply করবেন, Airtel Sim - এর সকল Promotional Message পুনরায় চালু করতে পারবেন ।
■ ■ Teletalk Sim - এর Offee SMS বন্ধ করার উপায় :
Teletalk Sim খুব একটা Offer Message আসেনা । Teletalk - এর Promotional Message - গুলো এমনিতে অনেক সময় অনেক কাজের হয়ে থাকে । কারণ Teletalk - এ অনেক কম খরচে Voice Call ও Data কেনা যায় । যদিও, তাদের Network নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে ।
আর তারপরেও, আপনি যদি Teletalk User হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতে হচ্ছে, এই Post - টি Published হওয়ার দিন পর্যন্ত তাদের Offer SMS বন্ধ করার কোনো উপায় Teletalk চালু করেনি ।
■ ■ সকল Mobile Phone - এ Offer Message বন্ধ করার উপায় কী ?
Promotional Message আসা বন্ধ করতে না পারলেও আপনি আপনার Phone - এর Message - এর Notification বন্ধ করতে পারবেন । আপনার Smartphone - এর Message Apps - এর মধ্যে দেয়া Feature এর মাধ্যমে যেকোনো Sim - এর Offer Message Notification বন্ধ করতে পারবেন । Xiaomi Phone - এর Message App - এর মধ্যে Keyword ধরে এবং Number ধরে Message Spam Mark করা যায় । যার ফলে Message গুলো আর Inbox - এ আসেনা । অন্যান্য Phone - এও এরকম Feature পাবেন । এছাড়া Third Party App - এর মাধ্যমেও Notification Message বন্ধ করতে পারবেন ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡
♡ধন্যবাদ♡
♡ধন্যবাদ♡
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments