Header Ads

How To Rename / Change The Names Of Many Files Or Folders On The Computer At Once 2020 ।। কিভাবে কম্পিউটারে অনেক ফাইল বা ফোল্ডারের নাম একসাথে পরিবর্তন করবেন ২০২০

কিভাবে কম্পিউটারে অনেক ফাইল বা ফোল্ডারের নাম একসাথে পরিবর্তন করবেন ২০২০
How To Rename / Change The Names Of Many Files Or Folders On The Computer At Once 2020 ।। কিভাবে কম্পিউটারে অনেক ফাইল বা ফোল্ডারের নাম একসাথে পরিবর্তন করবেন ২০২০

সাধারনত আমরা Digital Camera - থেকে Image বা Photo PC বা Computer - এ Download করার পরে File Name গুলো আমরা Unrecognizable (বিভিন্ন সংখ্যা) অবস্থায় পাই ।

কিন্তু নিচের দেয়া নিয়ম আনুযায়ী আপনি খুব সহজেই একসাথে অনেক বা একাধিক File বা Folder Rename করতে পারি ।

১) যেই Folder/Device এর File Rename করবেন তা open করুন ।

২) যেই File গুলো Rename করবেন তা Select করুন । Select করতে Ctrl Key চেপে যে File গুলো Select করতে চান সেগুলোর উপর Click করুন ।

৩) এখন File Menu তে যেয়ে বা Properties এ যেয়ে, Rename এ Click করুন বা Keyboard থেকে F2 Press করুন ।

৪) New Name Type করে Enter Press করুন ।

এতে করে File গুলো New Name ব্যবহার করে তার সাথে সংখ্যা যোগ করে ক্রমানুসারে নতুন নাম বা Rename হবে । 

যেমন, আপনি যদি Bangladesh Type করেন তবে প্রথম File এর নাম হবে Bangladesh এবং পরেরগুলো হবে Bangladesh (2) , Bangladesh (3) , Bangladesh (4) , Bangladesh (5)..…

এছাড়া আপনি যদি কোন নিদিষ্ট সংখ্যা বা নাম থেকে আপনার File গুলো Rename শুরু করতে চান তবে File Name এর সাথে Number টি Type করুন । 

যেমন Bangladesh (10) Type করলে পরের File গুলো একের পর এক ক্রমান্নয়ে Bangladesh (11), Bangladesh (12)… হবে ।

এভাবে আপনি আপনার কম্পিউটারের অনেকগুলো (যত খুশি ততো গুলো) File বা Folder এর নাম একসাথে অল্প সময়ের মধ্যে খুব সহজেই Rename করতে পারবেন ।

আর্টিকেল লেখক : Rahim Badshah

♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡

ধন্যবাদ

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.