বিচ্ছেদ হবে না- এমন একটি সম্পর্ক চাই
বিচ্ছেদ হবে না-
এমন একটি সম্পর্ক চাই
----রহিম বাদশা
এমন একটা সম্পর্ক চাই,
যেখানে থাকবে অফুরন্ত ভালোবাসা ।
লোভ-লালসা, কাম-আকাঙ্খা থাকবে না,
থাকবে পরস্পরের প্রতি সম্মান ।
থাকবে একের প্রতি অন্যের,
অভিমানে দুরত্বের ফলে,
বুকের মধ্যে চিনচিন করা ব্যথা ।
কেউ ভুলে যাবে না একে অন্যকে
ছেড়ে না যাওয়া সে শপথের কথা ।
এমন একটা সম্পর্ক চাই,
যেখানে তুমুল ঝগড়ার পরেও
হঠাৎ বলে উঠবে বুকে খুব ব্যথা করছে,
একটু ঝরিয়ে ধরো ।
আর তা শুনে অপরজনও আগলে ধরবে,
হাজারো খোব ভুলে ব্যস্ত হয়ে উঠবে,
ভালোবাসার সে ব্যথা সারাতে ।
যে সম্পর্কে শত রাগ-অভিমান থাকবে,
লক্ষ-কোটি বার ছেড়ে যাই-যাই করেও,
কোন না কোন বাহানায় ফিরে আসবেই ।
যে সম্পর্ক হবে সন্ধ্যের নীড়ের মতো,
যেখানে দিন শেষে সে ফিরবেই ।
এমন একটি সম্পর্ক চাই,
যে সম্পর্কে কখনো বিচ্ছেদ হবে না ।
থাকবে না 'সুখে থেকো' এমন কোন আশ্বাস,
যেখানে থাকবে কেবল ভরসা ।
আমৃত্যু আগলে রেখে ভালোবেসে,
দেবে পাশে থাকার অঙ্গীকার ।
এমন একটি সম্পর্ক চাই,
যে হবে রাক্ষসপুরীর রাক্ষুসীর মতো ।
যার ভালোবাসা কাউকে ছুঁতেও দেবে না,
হারাতে দেবে না কোন মূল্যেই ।
Copyrights 🚫
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments