How To Recover Windows-10 Deleted Files On My PC Or Computer 2020 ।। কম্পিউটার বা পিসিতে মুছে যাওয়া বা ডিলিট হওয়া ফাইল পুনরায় ফিরিয়ে আনার উপায় ২০২০
কম্পিউটার বা পিসিতে মুছে যাওয়া বা ডিলিট হওয়া ফাইল পুনরায় ফিরিয়ে আনার উপায় :
বিগত দিন ধরে Windows-10 চালিত কম্পিউটারে Delete করে দেওয়া ফাইল পুনরুদ্ধার (Recovery) এর কোনো অফিসিয়াল উপায় ছিলনা। অতঃপর সম্প্রতি Windows-10 এ নতুন একটি আপডেটের মাধ্যমে Windows ফাইল রিকভারি টুল (Windows File Recovery Tool) যুক্ত করা হয়।
How To Recover Windows-10 Deleted Files On My PC Or Computer 2020 |
কীভাবে Windows ফাইল রিকভারি টুল ব্যবহার করে Windows-10 চালিত কম্পিউটারে মুছে যাওয়া বা রিমুভ হওয়া ফাইল পুনরায় ফিরিয়ে আনা যাবে বা Recovery করা যাবে ।
Delete হয়ে যাওয়া বা মুছে যাওয়া File ফিরিয়ে আনতে কী করতে হবে ?
● Windows File Recovery Tool (উইন্ডোজ ফাইল রিকভারি টুল) ব্যবহার করে Delete বা মুছে যাওয়া File ফিরিয়ে আনতে হলে আপনার কম্পিউটারে Windows-10 Build 2004 বা এর চেয়ে উপরের কোনো Version ইন্সটল থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে Windows-10 এর May,2020 বা এর পরের কোনো Update Version ইন্সটল থাকা জরুরি।
● Microsoft - এর File Recovery Tool (ফাইল রিকভারি টুল) সফটওয়্যারটির কোনো Graphical Interface (গ্রাফিক্যাল ইন্টারফেস) নেই। এটি একটি Command Line Utility (কমান্ড-লাইন ইউটিলিটি)। অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে (CMD) তে এই File Recovery করার বা ফিরিয়ে আনার সম্পুর্ন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
● Microsoft File Recovery Tool (মাইক্রোসফট ফাইল রিকভারি টুল) কোনো Delete হওয়া বা মুছে যাওয়া File Recover বা পুনরুদ্ধার করতে পারবে কিনা, তা নির্ভর করছে Drive (ড্রাইভ) এর ধরনের উপর। Delete করে দেওয়া File Hard Disk Drive থেকে সাথে সাথে মুছে দেয়া হয়না। তবে SSD Storage এর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। সাধারণত SSD- তে কোনো File Delete করার পরেই এটি Drive থেকে Permanently বা চিরতরে মুছে ফেলা হয়।
How To Recover Deleted Files On Windows Computer Or PC?
উইন্ডোজ কম্পিউটারে বা পিসিতে ডিলিট হয়ে যাওয়া বা মুছে যাওয়া ফাইল পুনরায় উদ্ধার করব কীভাবে?
● File Recover করার জন্য অনেক ধরনের Tool বা Software আপনি খুঁজে পাবেন । তবে আজকের টিউটোরিয়ালে আমরা Microsoft - এর Official Software ব্যবহার করে পিসিতে বা কম্পিউটারে Delete হওয়া File পুনরায় ফিরে পাওয়ার উপায় দেখাবো।
■ Step - 1 :
প্রথমেই Microsoft Store থেকে Windows File Recovery Tool ডাউনলোড করুন। Microsoft Store Open করে ‘Windows File Recovery’ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন সফটওয়্যারটি।
■ Step - 2 :
File - টি Install করার পর Start Menu থেকে ‘Windows File Recovery’ খুঁজে নিন এবং অপশন থেকে ‘Run as Administrator’ Select করুন।
■ Step - 3 :
এরপর যে Drive থেকে Deleted File বা মুছে যাওয়া File Recover বা উদ্ধার করা হবে এবং যে Drive - এ Save করা হবে, তা winfr কমান্ড এর মাধ্যমে Select করতে হবে।
Example -
winfr source-drive: destination-drive: [/switches]
Command - টি Run করার পর যে Drive - এ Recover করা File Save হবে, সেখানে ‘Recovery_[date and time]’ নামে একটি Folder তৈরী হবে। এই Folder - টিতে Recovery বা পুনরুদ্ধারকৃত File গুলো Save হবে।
● কোন Mode (মোড) ব্যবহার করবেন ?
Windows - 10 (উইন্ডোজ) পিসিতে Delete (ডিলিট) করা File Recover (ফাইল রিকভার) এর আগে আপনি কোন Mode (মোড) ব্যবহার করে File Recover (ফাইল পুনরুদ্ধার) করবেন, তা ঠিক করা জরুরি ।
তিন ধরনের ফাইল রিকভারি মোড রয়েছে –
1. ডিফল্ট : ডিফল্ট মোড সবচেয়ে দ্রুত পদ্দ্বতি ।
2. সিগনেচার : সিগনেচার মোড এ File (ফাইল) এর ধরনের উপর File Search (ফাইল সার্চ) করা যায়। এটি ASF, JPEG, MP3, MPEG, PDF, PNG, ZIP প্রভৃতি File Support (ফাইল সাপোর্ট) করে। ‘ZIP’ ফাইল সার্চ করলে Office Document (অফিস ডকুমেন্ট), যেমনঃ DOCX, XLSX, এবং PPTX ও পাওয়া যাবে ।
3. সেগমেন্ট : সেগমেন্ট পদ্ধতিও অনেকটা একই ধরনের, কিন্তু কিছুটা ধীরগতির ।
আপনি যে Drive Scan (ড্রাইভ স্ক্যান) করবেন, সেটি কোন File System (ফাইল সিস্টেম) দ্বারা ফরম্যাটকৃত, তা জানা জরুরি। সেটি জানতে কোনো Drive (ড্রাইভের) ‘Properties’ থেকে ‘General’ সেকশনে গেলেই জানতে পারবেন ড্রাইভটি কোন ধরনের File System (ফাইল সিস্টেম) দ্বারা ফরম্যাটকৃত। File System (ফাইল সিস্টেম) এর উপর Data Recover Mode (ডাটা রিকভার মোড) Select (নির্বাচন) করলে সুবিধা পাওয়া যায় । যেমনঃ
Windows - 10 (উইন্ডোজ ১০) এ NTFS ফাইল সিস্টেম দ্বারা ফরম্যাটকৃত কোনো Drive (ড্রাইভ) থেকে ডিলেটকৃত File Recover (ফাইল উদ্ধার) করার ক্ষেত্রে Default Mode (ডিফলট মোড) ব্যবহার করুন । NTFS ড্রাইভ থেকে কোনো File (ফাইল) Delete (ডিলেট) করে ফরম্যাট করার পর যদি Drive (ড্রাইভটি) অকেজো হয়ে যায়, তবে এক্ষেত্রে প্রথমে সেগমেন্ট মোড এবং পরে সিগনেচার মোড ব্যবহার করা উত্তম।
আপনি যদি FAT, exFAT কিংবা reFS ফাইল সিস্টেম দ্বারা ফরম্যাটকৃত কোনো Drive (ড্রাইভ) থেকে File Recover (ফাইল পুনরুদ্ধার) করতে চান, তবে সিগনেচার মোড ব্যবহার করুন । ডিফল্ট এবং সেগমেন্ট মোড শুধুমাত্র NTFS ড্রাইভে কাজ করে ।
আপনি যদি Drive File System (ড্রাইভের ফাইল সিস্টেম) সম্পর্কে নিশ্চিত না হয়ে থাকেন, তাহলে শুরুতে ডিফল্ট মোডে এবং পরবর্তীতে অন্যান্য মোড ব্যবহার করে দেখতে পারেন।
● ডিফল্ট মোড এ Windows File Recover (উইন্ডোজ ফাইল) ফিরিয়ে আনার উপায় :
ডিফল্ট মোড ব্যবহার করতে হলে যে Drive (ড্রাইভে) Search (সার্চ) করবেন, তার ড্রাইভ লেটার এর পাশে /n যোগ করতে হবে । file.txt নামে কোনো ফাইল খুজে বের করতে /n file.txt লিখতে হবে ।
এছাড়াও সম্পূর্ণ ফাইল প্যাথ ও লেখা যায়, যেমনঃ /n \users\John\Documents\file.txt
ধরুন আপনি Documents Folder (ফোল্ডারের) সব File Scan (ফাইল স্ক্যান) করতে চান, সেক্ষেত্রে /n \Users\John\Documents লিখতে হবে । আবার .txt এক্সটেনশনযুক্ত সকল File Search (ফাইল খুঁজে বের) করতে লিখতে হবে /n \Users\John\Documents\*.txt
অর্থাৎ File Recovery Command (ফাইল রিকভারী কমান্ড) দেখতে অনেকটা এমন দেখতে হবেঃ
winfr C: D: /n *.txt
এখানে .txt হচ্ছে File Format (ফাইল ফরম্যাট) । আপনি যদি কোনো Word File Recover (ওয়ার্ড ফাইল উদ্ধার) করতে চান, তাহলে ওয়ার্ডের ফরম্যাট যেমন .docx লিখতে পারেন ।
Enter (এন্টার) দেয়ার পর কাজ চালিয়ে যেতে y লিখে কনফার্ম করতে হবে ।
এছাড়াও কোনো নির্দিষ্ট নামের সকল ফাইল খুঁজে বের করতে লিখতে হবেঃ
winfr C: D: /n *project*
আবার অনেকধরনের ফাইল ও খুঁজে বের করা যাবে ৷ যেমনঃ
winfr C: D: /n *.docx /n *.xlsx /n *.pptx
● সেগমেন্ট মোড এ Windows File Recover (উইন্ডোজ ফাইল রিকভার) করার নিয়ম :
সেগমেন্ট মোড ডিফল্ট মোড এর মতই কাজ করে । তবে এখানে শুধুমাত্র /n এর পরিবর্তে /r ব্যবহৃত হয় ।
ধরুন আপনি Delete (ডিলিট) হওয়া সকল mp3 ফাইল সেগমেন্ট মোডে Recover করতে চান। এক্ষেত্রে আপনার লিখতে হবেঃ
winfr C: D: /r /n *.mp3
● সিগনেচার মোড এ Windows File Recover (উইন্ডোজ ফাইল উদ্ধার করার নিয়ম :
সিগনেচার মোড এর কার্যপ্রণালি অন্য দুটি মোড অপেক্ষা কিছুটা ভিন্ন । এটি নির্দিষ্ট ধরনের File (ফাইল) খুঁজে পেতে অধিক কার্যকর । এই মোডে /x দ্বারা সিগনেচার মোড এবং /y: দ্বারা File Type (ফাইল টাইপ) কিংবা Group (গ্রুপকে) নির্দিষ্ট করা হয় ৷ Microsoft (মাইক্রোসফট) এর Documentation (ডকুমেন্টেশন) অনুসারে File Type (ফাইল টাইপ) এবং File Group (ফাইল গ্রুপ) নিম্নে দেওয়া হলঃ
ASF: wma, wmv, asfJPEG: jpg, jpeg, jpe, jif, jfif, jfiMP3: mp3MPEG: mpeg, mp4, mpg, m4a, m4v, m4b, m4r, mov, 3gp, qtPDF: pdfPNG: pngZIP: zip, docx, xlsx, pptx, odt, ods, odp, odg, odi, odf, odc, odm, ott, otg, otp, ots, otc, oti, otf, oth
এই তালিকাটি আপনি যেকোনো সময় নিম্নলিখিত Command (কমান্ড) ব্যবহার করে দেখতে পারবেনঃ
winfr /#
ধরুন আপনি Drive-E (ড্রাইভ E) তে JPEG ফাইল Drive-D (ড্রাইভ D) তে সেভ করতে চান। তাহলে Command (কমান্ড) লিখতে হবেঃ
winfr E: D: /x /y:JPEG
এছাড়াও একাধিক File Group (ফাইল গ্রুপ) ও এড করতে পারবেন, যেমনঃ
winfr E: D: /x /y:JPEG,PDF,ZIP
winfr এর নিয়ে বিস্তারিত :
Windows File Recovery (উইন্ডোজ ফাইল রিকভারী) সম্পর্কে আরো বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন, Microsoft Official Documetation Page (মাইক্রোসফট এর অফিসিয়াল ডকুমেন্টেশন পেজ) থেকে । এছাড়াও নিম্নোক্ত Command (কমান্ড) লিখার মাধ্যমে আপনি সকল Command (কমান্ড) এর একটি তালিকা দেখতে পারবেন :
winfr /?
এছাড়াও Advance Option (এডভান্স অপশন) গুলো দেখতে পারবেন, নিম্নোক্ত Command (কমান্ড) লিখেঃ
winfr /!
Windows File Recovery Tool (উইন্ডোজ ফাইল রিকভারি টুল) অবশ্যই একটি অনন্য সংযোজন । তবে দ্রুতগতির File Transfer (ফাইল ট্রান্সফার) এবং Performance Update (পারফরম্যান্স) উন্নতির লক্ষ্যে বর্তমানে SSD (এসএসডি)’র ব্যবহার লক্ষণীয় হারে বৃদ্ধি পাচ্ছে । সেই সময়ে শুধুমাত্র Hard Drive (হার্ড ড্রাইভের) ক্ষেত্রে কার্যকর File Recovery Tool ফাইল রিকভারী টুল কতটা ব্যবহারযোগ্য হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায় ।
আর্টিকেল লেখক : Rahim Badshah
♡♡ আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস পেতে এই সাইটটি Follow করে রাখুন । ♡♡
♡ধন্যবাদ♡
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments