Header Ads

মুজিব শতবর্ষ কুইজ - ৩৭ : ৬ষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন?

       বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৩৭

(৬ষ্ঠ জানুয়ারি ২০২১)

   শেয়ার করেও জিতুন   

মুজিব শতবর্ষ কুইজ - ৩৭ : ৬ষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন?

১৯৬৬ সালের ১৮ই মার্চ থেকে ২০শে মার্চ ইডেন হোটেল প্রাঙ্গণে আওয়ামী লীগের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৬ দফার প্রতিটি দফা যুক্তিসহ বিশ্লেষণ করেন শেখ মুজিবুর রহমান। এ কাউন্সিলেই তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচিত হন এবং ৬ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন। এ সময়ে তাঁকে আটবার গ্রেফতার করা হয়। ৬ষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন?

-------------

○ সভাপতি
○ 
সাধারণ সম্পাদক
○ 
সাংগঠনিক সম্পাদক
○ 
সহ-সভাপতি

  উত্তর  
● সভাপতি
  রেফারেন্স  
মুজিব শতবর্ষ কুইজ - ৩৭ : ৬ষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন?

   সাবমিট করুন   
আমি চেষ্টা করি সঠিক সময়ে প্রতিদিনের কুইজের উত্তর দেওয়ার । আপনি যদি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সঠিক উত্তর পেতে চান । তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং Follow By Email করে রাখবেন । নোটিফিকেশন এলার্ট Allow করে রাখবেন এবং আপনাদের কুইজ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

No comments

Theme images by borchee. Powered by Blogger.