মুজিব শতবর্ষ কুইজ - ৪৬ : কোন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ ‘বাংলাদেশ’ করেন?
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৪৬
(১৫ই জানুয়ারি ২০২১)
শেয়ার করেও জিতুন
১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, “একসময় এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে।… জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি- আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তান’- এর পরিবর্তে শুধুমাত্র ‘বাংলাদেশ’।” কোন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ ‘বাংলাদেশ’ করেন?
-------------
- তাজউদ্দীন আহমদ
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- শেরে বাংলা এ কে ফজলুল হক
উত্তর
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
রেফারেন্স
সাবমিট করুন
আমি চেষ্টা করি সঠিক সময়ে প্রতিদিনের কুইজের উত্তর দেওয়ার । আপনি যদি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সঠিক উত্তর পেতে চান । তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং Follow By Email করে রাখবেন । নোটিফিকেশন এলার্ট Allow করে রাখবেন এবং আপনাদের কুইজ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
No comments