মুজিব শতবর্ষ কুইজ - ৪১ : আমার দেখা নয়াচীন গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৪১
(১০ম জানুয়ারি ২০২১)
শেয়ার করেও জিতুন
শেখ মুজিবুর রহমানের চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা গ্রন্থের নাম ‘আমার দেখা নয়াচীন’। এ গ্রন্থে তাঁর সাম্রাজ্যবাদবিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে। একজন তরুণ রাজনীতিকের মনন-পরিচয়, গভীর দেশপ্রেম ও নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে পরতে। অপার সৌন্দর্যপ্রিয়তা, জীবন-সমাজ-সংস্কৃতির প্রতি মুগ্ধদৃষ্টি ও সঞ্জীবন-তৃষ্ণা এ গ্রন্থের বৈশিষ্ট্য। গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
○ অধ্যাপক আনিসুজ্জামান
○ শেখ রেহানা
○ শেখ হাসিনা
○ শামসুজ্জামান খান
No comments