Header Ads

মুজিব শতবর্ষ কুইজ - ৩৯ : শেখ মুজিবকে জীবনী লেখার জন্য খাতা কিনে জেলগেটে জমা দিয়েছিলেন কে?

       বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-৩৯

(৮ম জানুয়ারি ২০২১)

   শেয়ার করেও জিতুন   

মুজিব শতবর্ষ কুইজ - ৩৯ : শেখ মুজিবকে জীবনী লেখার জন্য খাতা কিনে জেলগেটে জমা দিয়েছিলেন কে?

শেখ মুজিবুর রহমান তখন কারাগারে। বন্ধু-বান্ধবরা তাঁকে জীবনী লেখার তাগিদ দেন। সহকর্মীরাও বলেন, ‘রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে’। বেগম ফজিলাতুননেছাও একদিন জেলগেটে বলেন, ‘বসেই তো আছ, লেখ তোমার জীবনের কাহিনী।’ উত্তরে শেখ মুজিব বলেন, ‘লিখতে যে পারি না; আর এমন কি করেছি যা লেখা যায়! আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি।’ হঠাৎ একদিন শেখ মুজিবেরও মনে হয়, ভালো লিখতে না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি? সময় তো কিছু কাটবে । পরে লিখতে শুরু করেন। শেখ মুজিবকে জীবনী লেখার জন্য খাতা কিনে জেলগেটে জমা দিয়েছিলেন কে?

-------------

○ বেগম ফজিলাতুননেছা
○ 
শেখ হাসিনা
○ 
সায়েরা খাতুন
○ 
শেখ লুৎফর রহমান

  উত্তর  
● বেগম ফজিলাতুননেছা
  রেফারেন্স  
মুজিব শতবর্ষ কুইজ - ৩৯ : শেখ মুজিবকে জীবনী লেখার জন্য খাতা কিনে জেলগেটে জমা দিয়েছিলেন কে?
   সাবমিট করুন   
আমি চেষ্টা করি সঠিক সময়ে প্রতিদিনের কুইজের উত্তর দেওয়ার । আপনি যদি সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সঠিক উত্তর পেতে চান । তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং Follow By Email করে রাখবেন । নোটিফিকেশন এলার্ট Allow করে রাখবেন এবং আপনাদের কুইজ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

No comments

Theme images by borchee. Powered by Blogger.