Header Ads

মধ্যরাতের বিষন্নতা


মধ্যরাতের বিষন্নতা
----রহিম বাদশা

রাতের গভীরতার সাথে সাথে,
অতৃপ্ত বাসনা গুলো যেমনি জেগে উঠে ।

তেমনি মনের বিষন্নতা গুলিও,
মনের বারান্দায় দৌড়ে বেড়ায় ।


কিছু স্মৃতি থাকে যা দিনের তীব্র আলোয়,
হাজারো কোলাহলে মৃত পড়ে থাকে।

কিন্তু রাতের গভীরতার সাথে সাথে,
সেগুলো যেন প্রাণ ফিরে পায় ।


মধ্যরাতের অনেক গোপনীয় গল্প হয়,
প্রিয় মানুষটির সাথে নরম বিছানায় বালিশ ছোড়াছুড়ি ।

আবার কিছু গল্প থাকে আরও গোপনীয়,
দুচোখে মাঝে শুকনো জলের দৌড়াদৌড়ি ।


মধ্যরাতে মাঝে মাঝেই আকাশে,
পূর্ণিমার তীব্র উজ্জ্বল চাঁদ দেখা যায় ।

কিন্তু যখনই অমাবস্যার অন্ধকার ঘিরে ফেলে,
তখন বিষন্ন কষ্ট গুলো জোনাকির মতো জ্বলে জ্বলে চারদিকে ঘুরে বেড়ায় ।


মধ্যরাতে যখনি অন্ধকার বেলকনিতে বসি,
তখন সারাদিন চিঠি সংগ্রহ করা এক পায়রা এসে বসে চেয়ারের হাতলে ।

তারপর হাতে এক গ্লাস নিকোটিন ধরিয়ে দিয়ে,
এতো আবেগের সাথে তার বিষন্নতার চিঠিগুলো পড়ে শোনায় ।


আমি নিকোটিন পান করি আর তার সাথে,
মন্ত্র-মুগ্ধের মতো তার চিঠি গুলো শুনি ।

তারপর সে আবার উড়ে চলে যায়,
আর হাতে দিয়ে যায় আরও এক গ্লাস বিষন্নতা,
আমিও বেশ তৃপ্তি নিয়ে পান করি মধ্যরাতের সে বিষন্নতা ।


15 May, 2020 at 02:00 AM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.