Header Ads

একাকিত্ব


একাকিত্ব
                   ----রহিম বাদশা



একাকিত্বের সঙ্গা কী ?

কোন নির্জনতার মাঝে একা বসে থাকা ?

নাকি কোন বন্ধ রুমে আলো নিভিয়ে,
এক কোণে ঘাপটি মেরে থাকা ?

একাকিত্ব তো সেটাই,
যখন চারপাশে হাজারো মানুষ থাকার পরেও,
নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলা ।
অথবা গর্জন করা সমুদ্রের সামনে বসে থেকেও,
সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া ।

একাকিত্ব তো সেটাই,
যখন অনেক রাত হওয়ার পরেও,
নিজের পরিচিত সেই বিছানাটিতে
এপাশ-ওপাশ করতে হয়,
একটু ঘুমের আশ্রয়ের খোঁজে ।

একাকিত্ব তো সেটাই,
যখন মাঝরাতে নিকোটিনের নেশায়
মস্তিষ্ক বুদ হয়ে যায় ।
কিংবা জ্বলন্ত নিকোটিন হৃদয়ের এপিট-ওপিট জ্বালিয়ে,
হাতের তর্জনী পুড়িয়ে দেয়ার পরও অনুভূতিহীন লাগে ।

একাকিত্ব তো সেটাই,
যখন চোখের আয়ূ থাকার পরেও,
চোখের দৃষ্টি কমে আসে ।
বা পরিচিত মানুষ গুলোকে করে তোলে অপরিচিত,
কিংবা ভালো লাগা গুলোকে করে দেয় অসুস্থ।

একাকিত্ব তো সেটাই,
যখন বিশাল আকাশের বুকে নিজেকে মনে হয়,
ঠিকানা হারিয়ে ফেলা এক অভাগা চিল ।
কিংবা মাথা উঁচু করা কোন পাহাড়,
যে কিনা সবার নাগালের বাইরে, বড় নিঃস্ব ।

একাকিত্ব আসলে কী ?
ঠাঁই থাকা সত্ত্বেও নিজের ঠিকানা হারিয়ে ফেলা ?
কিংবা নিজেকে নিঃস্ব ভিখারী করে দেয়া ?
একাকিত্ব কী এতোই শক্তিশালী,
যা কিনা নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় ।

16 May 2020 at 02:00 AM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.