স্বপ্নের ঘুড়ি
স্বপ্নের ঘুড়ি
----রহিম বাদশা
অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে,
বানিয়েছিলাম একটি ঘুড়ি ।
ময়ূরাক্ষী এক চঞ্চল ঘুড়ি,
বুকে এঁকেছিলাম রামধনুর ছড়াছড়ি ।
উড়িয়ে দিয়েছিলাম বুকের বিশাল আকাশে,
প্রাণ খুলে উড়ে বেড়াবে আপন মনে ।
ডানা মেলে যেথায় খুশি সেথায়,
উড়বে বলে বুকটি লিখে দিলাম ঘুড়ির জন্যে ।
যখন যেমন চাইছে মনে,
উড়ছে ঘুড়ি খুব উদাসে ।
উড়ে ঘুড়ি আসবে ফিরে,
সেই আশাতে চেয়ে আছি দূর আকাশে ।
সুতো কেটে দিলাম উড়বে বলে,
নাটাই হাতে আছি একলা বসে ।
উড়তে নাকি বাঁধা লাগে তোর বন্দী বুকে,
তাই তো বুকের পাঁজর ভেঙে দিলাম শেষে ।
আজকে তুই নাটাই বিহীন এক মুক্ত ঘুড়ি?
আমি না হয় নাটাই নিয়ে খুব অসহায়,
তোর পাঁজর কেটে লুটিয়ে গেলে ফিরে আসিস,
নাটাই হাতে থাকবো আমি তোর অপেক্ষায় ।
15 May, 2020 at 4.30 PM
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments