মনের খবর কী কেউ রাখে
মনের খবর কী কেউ রাখে
----রহিম বাদশা
সারা পৃথিবী আজ দুর্যোগময়,
মহাবিশ্বে ভাইরাসের মহাতান্ডব চলছে,
সারিসারি লাশের মেলা ।
সারা পৃথিবীর মানুষ আজ গৃহবন্দী,
কিন্তু মনের খবর কী কেউ রাখে ?
মনের ভেতর কতোটা দুর্যোগ,
কতোটা দুর্ভিক্ষ, কতোটা অনাহারে কাটছে ।
মানুষের মনের ভেতরে যে কতোটা তান্ডব,
কতোটা রক্তক্ষরণ, কতোটা যন্ত্রণা,
তার খবর কী কেউ রাখে ?
মনের ভেতরের শরীরটায় পচন ধরতে শুরু করেছে,
প্রতিটা অংশ যে তীলে তীলে ক্ষয়ে যাচ্ছে ।
সামান্য জীবনের অসংখ্য সুখ-দুঃখ গুলো,
ক্রমেই নিঃশেষ হয়ে যাচ্ছে,
তার খবর কী কেউ রাখে ।
বাইরে মৃদু বৃষ্টি হচ্ছে,
কিন্তু মনের ভেতর প্রতিনিয়ত,
কতো যে কষ্ট, যন্ত্রণা আর দুর্দশার বৃষ্টি,
আছড়ে আছড়ে পড়ছে,
তার খবর কী কেউ রাখে ?
শুনেছি আম্ফান আসছে,
ঘন্টায় নাকি ২২৫ কিলোমিটার বেগে ।
কিন্তু একটা মানুষ যে মনের মাঝে,
কতো বড় বড় সাইক্লোন নিয়ে বেঁচে আছে,
আম্ফান কী সে খবর জানে ?
আম্ফান না হয় কাল চলে যাবে,
হয়তো অনেক কিছুই লন্ডভন্ড করে দিবে ।
কিন্তু মনের ভেতর ঘন্টায় হাজারো কিলোমিটার বেগে ছুটে চলেছে যে যন্ত্রণা,
মানুষ মনের ভেতর যে একেকটা ধ্বংসস্তূপ
নিয়ে ঘুরে বেড়ায়, সে খবর কী কেউ রাখে ?
হাজারো দিনের স্মৃতি, দুখ-কষ্ট,
আবেগ ভালোবাসা, হাসি-কান্না,
অনিশ্চয়তাকে আঁকড়ে ধরে মানুষের মনের,
বেঁচে থাকার যে তীব্র আকুতি,
আমাদের সে ছোট্ট মনের খবর কী কেউ রাখে?
20 May 2020 at 12:30 AM
-- নোট :--
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
® Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments